মালদ্বীপে
মালদ্বীপে অগ্নিকাণ্ড: নিহত ২ বাংলাদেশি শনাক্ত
মালদ্বীপে রাজধানীতে বিদেশি শ্রমিকদের আবাসন ভবনে বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডে নিহত দুই বাংলাদেশির পরিচয় বাংলাদেশ হাইকমিশন নিশ্চিত করেছে।
মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশিদেরও শনাক্ত করেছে হাইকমিশন।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে হাইকমিশন জানিয়েছে, নিহত প্রবাসীরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়িয়া উপজেলার পীরপুর গ্রামের জোরিফ আলীর মেয়ে আসিয়া বেগম, পাসপোর্ট নং: BK0977764 ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের গোলামের ছেলে উজ্জল, পাসপোর্ট নং: EG0289266।
আরও পড়ুন: মালদ্বীপে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, ২ বাংলাদেশি থাকার আশঙ্কা
এদিকে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রোকন মোল্লার ছেলে তৈয়ব নামে আরেক বাংলাদেশি বর্তমানে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মালেতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে মালদ্বীপের মন্ত্রী শহীদ বলেন যে এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে এবং বিষয়টির সম্পূর্ণ তদন্ত চলছে৷
মোমেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে হতাহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে অনুরোধ করেছেন।
তিনি মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পৃথক বার্তায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে ১১ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু ও বেশ কয়েকটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করা মালেতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের এই খবরে তিনি গভীরভাবে দুঃখিত।
তিনি টুইটারে উল্লেখ করেন, ‘আমাদের ভাবনা ও প্রার্থনা মৃত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে রয়েছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ব্যাংক ও ১০টি দোকান পুড়ে ছাই
নারায়ণগঞ্জে পাটের গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস কর্মী আহত
২ বছর আগে
মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকা পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ্।
৩ বছর আগে