স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
‘সারা বিশ্বে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা কমে গেছে'
সাংবাদিক নেতারা বলেছেন, সারা বিশ্বে গণমাধ্যমের উপর মানুষের আস্থা কমে গেছে। মানুষ এখন আর গণমাধ্যমকে বিশ্বাস করে না। এটা শুধু আমাদের দেশে নয়, ইউরোপে জরিপ চালিয়ে জানা গেছে। ইউরোপের ১১টি দেশের ৬৩ শতাংশ মানুষ জানিয়েছিল, তারা গণমাধ্যমকে বিশ্বাস করেন না। কারণ এখনকার সংবাদপত্র কারো পক্ষে লিখে, কেউ আজেবাজে লিখে বা মিথ্যা লিখে। তাই বেশির ভাগ মানুষ যার ওপর বেশি আস্থা রাখে তিনি বড় সাংবাদিক। সাংবাদিক সংগঠন শুধু নেতা হওয়ার জন্য নয়, ভাল সাংবাদিক তৈরির জন্যে প্রয়োজন।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে তারা এসব কথা বলেছেন। শনিবার বেলা একটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলা শহরের মসজিদ রোডস্থ এ মালেক কনভেনশন সেন্টারে এই সমাবেশ চলে।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই সমাবেশের পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজে'র সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএফইউজে'র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে'র মহাসচিব দীপ আজাদ। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পির সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে'র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
আরও পড়ুন: গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা উভয়ই গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
সমাবেশে সাংবাদিক নেতারা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে হেফাজতে ইসলামের হামলার কথা উল্লেখ করে বলেন, প্রেসক্লাবে এই হামলার ফলে দুটি সত্য প্রতিষ্ঠিত হয়েছে। এক হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় একক প্রেসক্লাব আছে, আরেকটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সত্য-সুন্দর ও ন্যায়ের পক্ষে কাজ করে। যারা এই হামলা করেছে তারা হচ্ছে অন্ধকারের শক্তি। এই অন্ধকারের শক্তিরা প্রথম সাংবাদিকদের কন্ঠ রোধ করতে চায়।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক ইউনিয়নের কোন সমস্যা হলে প্রেসক্লাব পাশে দাঁড়াবে, তেমনি প্রেসক্লাব কেন্দ্রিক কোন সমস্যা হলে ইউনিয়ন পাশে দাঁড়াবে। এই
নেটওয়ার্কের মাধ্যমে গোটা বাংলাদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরি হবে। সমাবেশে জেলার ৯টি উপজেলার প্রায় ১৩০জন সাংবাদিক অংশ নেন।
আরও পড়ুন: গণমাধ্যম নিয়ন্ত্রণে আইন ও নীতিমালা করা হচ্ছে: ফখরুল
২ বছর আগে
রাজধানীতে বিজয় মিছিলে যানজট, দুঃখ প্রকাশ আওয়ামী লীগের
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিজয় শোভাযাত্রার কারণে সৃষ্ট ‘অনাকাঙ্ক্ষিত’ যানজটের কারণে দুঃখ প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একই সঙ্গে শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মাধ্যমে তা ‘সফল করায়’ নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে দলটি।
এ বিষয়ে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি বিবৃতি দেন।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণজোয়ার সৃষ্টি হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনাকাঙ্ক্ষিত যানজট সৃষ্টি হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুপুর থেকেই মিছিলের নগরে পরিণত হয় ঢাকা। নগরের অলিগলি, সড়ক-মহাসড়ক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনগণ মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তীর বাঁধভাঙা আবেগ ও উচ্ছ্বাস নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেয়।
আরও পড়ুন: স্বাধীনতা বিরোধী অপশক্তি মোকাবিলার শপথ নিয়ে আ. লীগের বিজয় শোভাযাত্রা
দেশপ্রেমের বহ্নিশিখায় উদ্ভাসিত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিরঞ্জীব আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নারী-পুরুষ, ছাত্র, যুবক, শ্রমিক ও জনতার পদভারে মুখর হয়ে ওঠে রাজপথ।
উল্লেখ্য, বিজয় মিছিলের সময় রাজধানীর দক্ষিণাংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইউএনবিকে জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে আওয়ামী লীগ বিজয় মিছিল বের করে। এই মিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলটির নেতা-কর্মীরা পিকাপ ভাড়া করে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে জড়ো হতে থাকে। ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
ডুমুরিয়ায় আওয়ামী লীগ থেকে ১৫ চেয়ারম্যানপ্রার্থী বহিষ্কার
৩ বছর আগে
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দারাজের আকর্ষণীয় অফার
চলতি বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে দেশের শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার আনন্দ ছড়িয়ে দিতে দারাজ বিশেষ ইন্ডিপেন্ডেন্স ডে ক্যাম্পেইনে নিয়ে এসেছে আকর্ষণীয় সব অফার। পাশাপাশি, দেশের ৬৪ জেলায় নিজস্ব হাব স্থাপনের মাধ্যমে দেশ সেরা মার্কেটপ্লেসটি এই মার্চ মাসেই দেশব্যাপী তাদের বিস্তৃতির আনন্দ উদযাপন করতে যাচ্ছে।
আরও পড়ুন: হিরো বাংলাদেশ এখন দারাজে
এতে বলা হয়, ইন্ডিপেন্ডেন্স ডে ক্যাম্পেইনের আওতায় দারাজ ব্যবহারকারীরা ২৫-২৭ মার্চ বিভিন্ন আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে ৫০ টাকা মিস্ট্রি বক্স, ব্র্যান্ড ডাবল টাকা ভাউচার, ৫০ টাকা ডিল, ফ্ল্যাট ৫০ শতাংশ ডিসকাউন্ট, হ্যাপি আওয়ার, টপআপে ৫০ টাকা ডিসকাউন্টসহ আরও অনেক কিছু। এছাড়াও বেশ কিছু জনপ্রিয় ইলেকট্রনিক গ্যাজেটে অবিশ্বাস্য কম মূল্যে দিতে যাচ্ছে দারাজ। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু ব্যাংকের জন্য থাকছে বিশেষ ছাড়। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও প্রাইম ব্যাংক লিমিটেডের ক্রেডিট কার্ডধারীরা দারাজে প্রথম ক্রয়ে উপভোগ করতে পারবেন ১০ শতাংশ ছাড় (সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত)।
আরও পড়ুন:গহনা প্রেমীদের জন্য ‘গোল্ড’ ও ‘ডায়মন্ড’ ক্যাটাগরি চালু করল দারাজ
এই ক্যাম্পেইনের ৫টি সেরা ডিলের মধ্যে রয়েছে
স্যামসাং ৫৫ ইঞ্চি ক্লাস ক্রিস্টাল ইউএইচডি ৪কে স্মার্ট টিভি ৬৫,০০০ টাকা
শার্প ফুল অটো ওয়াশিং মেশিন ইএস-ডব্লিউ৮০ইডব্লিউ- এইচ- ৮কেজি – এয়ার ড্রাই এর সাথে ২৮,৯০০ টাকায়
গ্রি স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার জিএস১৮সিজেড৪১০ (১.৫ টন) ৪৯,৭১০ টাকা
রিয়েলমি সি১৭ – ৬জিবি/১২৮জিবি স্মার্টফোন ১৩,৪২৩ টাকা
কারেন ৯০৭৪ উইমেন’স লাক্সারি ওয়াচ ৯৪০ টাকা
স্বাধীনতার ৫০ বছরে ‘দারাজ দেশের সব প্রান্তে’-এই প্রতিপাদ্য নিয়ে দারাজ এখন দেশের সকল জেলায় পৌঁছে গেছে। তাই, দেশের যেকোনো প্রান্তের ক্রেতা এবং বিক্রেতারা দূরত্বের বাধা পেরিয়ে এখন থেকে উপভোগ করতে পারবেন দারাজের দ্রুত এবং দক্ষ ডেলিভারি সুবিধা। জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দারাজের অফিশিয়াল পেজ থেকে ফেসবুক লাইভের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
আরও পড়ুন:প্রতিষ্ঠাবার্ষিকীতে দারাজে ফ্যানদের জন্য রিয়েলমির দুর্দান্ত অফার
এ নিয়ে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘আমাদের দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতার মাস এই মার্চ। দারাজ পরিবারের মধ্যে স্বাধীনতার মাসের আনন্দ ভাগ করে নেয়ার জন্য আমরা ইন্ডিপেন্ডেন্স ডে অফার দেয়ার উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি যে, গ্রাহকরা আনন্দের সাথে এই অফারটি গ্রহণ করবেন।’
দারাজের এই ক্যাম্পেইনটির কো-স্পন্সর স্টুডিওএক্স, এস্কয়ার ইলেকট্রনিক্স, ডেটল, হরলিক্স, ইমামি, রিয়েলমি এবং ব্র্যান্ড পার্টনার হারপিক, প্যারাসুট ন্যাচারালে শ্যাম্পু, নেসলে, ভিশন, লাইজল, টিপিলিংক, গ্রিপ আনলিমিটেড ও ড. রাযেস।
৩ বছর আগে
বাংলাদেশের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, বাংলাদেশের এখন আর পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা।
৩ বছর আগে