ব্যবসায়ী নিহত
ঠাকুরগাঁওয়ের সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হারুন অর রশীদ ও আব্দুল খালেক নামে দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার( ৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের চাপোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের হারুন অর রশীদ (৪৫) এবং একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকার আব্দুল খালেক (৪৮)। তারা ধান ও ভুট্টার মৌসুমি ব্যবসা করতেন।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২৩
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-বীরগঞ্জে পাকা সড়কে একটি ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হারুন অর রশীদ ও আব্দুল খালেক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হারুন অর রশীদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
ওসি জানান, ঘটনার পর চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে গেছে। চালককে আটকের চেষ্টা হচ্ছে। এ ব্যাপরে মামলা হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনচালিত ভ্যানের চালক নিহত
২ সপ্তাহ আগে
নাটোরের লালপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
নাটোরের লালপুরে মোটরসাইকেল গ্যারেজে রাখাকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতণ্ডায় ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে লালপুর উপজেলায় নান্দরায়পুরে আয়োজিত মনসা মেলায় এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন (২৬) কসমেটিকস ব্যবসায়ী।
আরও পড়ুন: নাটোরের সিংড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা উপলক্ষে লালপুর উপজেলার নান্দরায়পুর মনসা মন্দিরে চলছে মনসা মেলা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মেলায় মোটরসাইকেল গ্যারেজ করতে যান কসমেটিকস ব্যবসায়ী নাজমুল হোসেন।
তিনি আরও বলেন, এ সময় গ্যারেজ মালিক জিয়ার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে নাজমুলকে ছুরিকাঘাত করেন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান উজ্জল হোসেন।
আরও পড়ুন: নাটোরে ইপিজেডের নারী কর্মীকে কুপিয়ে হত্যা
১ বছর আগে
বরগুনায় পিকনিকের বাস খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ১৮
বরগুনার আমতলীতে পিকনিকের বাস খাদে পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ ১৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী মো. ইসলাম হোসেন (৫২) নারায়ণগঞ্জ বন্দর থানার সল্পের চর গ্রামের শামসুদ্দিন বেপারীর ছেলে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জানা গেছে, তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জের সল্পের চর গ্রামে।
আহতরা বলেন, নারায়ণগঞ্জ বন্দর থেকে পরিবার নিয়ে পিকনিক করতে বুধবার রাতে কুয়াকাটা রওনা দেন। তাদের বহনকারী সেন্টমার্টিন বাসটি আমতলী উপজেলা চাওড়া ইউনিয়নের ঘটখালী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ২, আহত ২০
তারা আরও বলেন, এ সময় ওই বাসে ৪৫ জন যাত্রীর মধ্যে ১৮ জন গুরুতর আহত হন। আহতদের চিকিৎসক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পটুয়াখালী থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইসলাম হোসেন নামের একজন ব্যবসায়ী নিহত হন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমরান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১৮ জন হাসপাতালে এসেছিলেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।’
আমতলী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বারেক বলেন, ‘আমরা খবর শুনে আমতলী হাসপাতালে যাই এবং যারা গুরুতর আহত তাদেরকে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করি এবং ওখানে নিহতের কোনো খবর আমরা পাইনি।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তাপু বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। যারা গুরুতর আহত ছিল তাদেরকে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে আহত ২০
বিদ্যালয়ের পিকনিক বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০
১ বছর আগে
নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় ব্যবসায়ী নিহত
নাটোরের বড়াইগ্রামে বাস চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার আহম্মদপুর বাজার সংলগ্ন নাটোর-ঢাকা জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন তালুকদার(৫৫)বালিয়া গ্রামের বাসিন্দা ও বিসিআইসির একজন সারের ডিলার ব্যবসায়ী।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে নিহত ১
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানিয়েছেন,সকাল ৮টার দিকে আবুল হোসেন মোটরসাইকেলে বালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আহম্মদপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে নিহত ১
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ধাক্কায় নিহত নানী-নাতি
১ বছর আগে
মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত
মাগুরা সদরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টায় মাগুরা-যশোর সড়কের জাগলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুশান্ত শিকদার (৬০) সদর উপজেলার জগদল ইউনিয়নের জাগলা গ্রামের শিকদার পাড়ার জীতেন শিকদারের ছেলে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম জানান, সুশান্ত শিকদার সকালে জাগলা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয় পথিমধ্যে যশোরগামী একটা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ওই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল। এখানে চিকিৎসা নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: উল্লাপাড়ায় ট্রাকচাপায় পথচারী নিহত
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, আহত ২
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত
চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ডাকাতের হামলায় ৩১ বছর বয়সী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের এখলাসপুর কুইচাঁ গাঁড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমানিনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: কাহালুতে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনাম মোল্লাহ জানান, বুধবার ভোরের দিকে জুয়েল রানা সাইকেলে নাচোলের উদ্দেশ্যে বের হন। ভোর ৬টার দিকে কানসাট-চৌডালা সড়কের এখলাসপুর এলাকায় পৌঁছালে একদল ডাকাত তার পথরোধ করে। এসময় তিনি বাধা দিতে গেলে ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ হাসপাতালে নেয়ার পথে জুয়েল রানা মারা যান।
আরও পড়ুন: জগিং শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবের আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে। ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
২ বছর আগে
নড়াইলে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত
নড়াইলে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ জন।
নিহত কামরুল শেখ (৪০) পুরুলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরুলিয়া গ্রামের সাহাদত সর্দার ও কিসলু শেখের লোকজনের মধ্যে দ্বন্ধ সংঘাত চলে আসছিল। বৃহস্পতিবার সকালে সাহাদত সর্দার গ্রুপের লোকজন সড়কিসহ নানা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে কিসলু শেখের লোকজনের ওপর হামলা চালায়। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কামরুল শেখ,সবুজ শেখ,জাকির শেখ,ইমরুল শেখ ,মঞ্জুরুল ও ইসমাইল শেখ গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামরুল শেখকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: যমুনায় বজ্রপাতে ব্যবসায়ী নিহত, আহত ২
সিলেটে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
২ বছর আগে
যমুনায় বজ্রপাতে ব্যবসায়ী নিহত, আহত ২
সিরাজগঞ্জে যমুনা নদীতে ইটবাহী নৌকায় বজ্রপাতে এক ব্যবসায়ী নিহত ও দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে বর্ণি গ্রামের কাছাকাছি নৌকায় বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক মুন্সী (৫০) সদর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের কাটাঙ্গার চরের বর্ণি গ্রামের দরবেশ আলী মুন্সীর ছেলে।
আহতরা হলেন-শহরের একডালা মহল্লার সাইফুল (২৮) ও শামীম (৩২)
আরও পড়ুন: রূপসা নদীতে বজ্রপাতে ট্রলার মাঝি নিখোঁজ, আহত ৭
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের ইট নিয়ে নৌকায় করে উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল বর্ণি গ্রামে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে ওই গ্রামের কাছাকাছি পৌঁছলে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে নৌকার ওপর বজ্রপাত হলে ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মুন্সী নৌকা থেকে পড়ে নিখোঁজ হন।
এই সময় শ্রমিক সাইফুল ও শামীম আহত হন। পরে নৌকায় থাকা অন্য শ্রমিক ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে দুপুর ২টার দিকে ব্যবসায়ী রাজ্জাক মুন্সীর লাশ উদ্ধার করেন।
আরও পড়ুন: রাঙামাটিতে বজ্রপাতে ২ শিক্ষার্থীর মৃত্যু
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
২ বছর আগে
সন্ত্রাসীদের ‘গুলিতে’ খুলনার ফুলতলায় ব্যবসায়ী নিহত
খুলনার ফুলতলায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।
নিহত মো. রকিবুল ইসলাম ফুলতলা উপজেলা এম এম কলেজ পাড়ার বাসিন্দা মাহবুব মিস্ত্রীর ছেলে ও ফুলতলা বনিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক।
আরও পড়ুন: রাজবাড়ীতে আ’লীগ নেতাকে বাড়ির সামনে গুলি করে হত্যা
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মো. রকিবুল ইসলাম মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া ব্রিজের ওপর গেলে দু’জন ব্যক্তি তাদের উদ্দেশ্যে করে ডাকতে থাকে। ওদের কাছে যাওয়া মাত্রই পরপর তাকে লক্ষ্য করে দুটি গুলি করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
২ বছর আগে
চাঁদপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ী নিহত
চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাচার বাজার সড়কের আকানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান ফটিক (৪০) উপজেলার কাদলা ইউনিয়নের মৃত মোতাহের হোসেন কেরানীর ছেলে এবং তিনি পেশায় ব্যবসায়ী।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
আরও পড়ুন: মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাচার বাজার সড়কের আকানিয়া এলাকায় ট্রাক ও অটোরিকিশার সংঘর্ষে সাইদুর রহমান ফটিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
তিনি জানান, আটক ট্রাকচালককে চাঁদপুর আদালতে পাঠানোর হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
২ বছর আগে