প্রধানমন্ত্রীর সহায়তা
প্রধানমন্ত্রীর সহায়তা পেল প্রতিবন্ধী লিতুন জিরা
হাত পা ছাড়া জন্ম নেয়া যশোরের প্রতিবন্ধী লিতুন জিরার পড়াশোনা ও চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) মকবুল হোসেন লিতুন পরিবারের কাছে চেক হস্তান্তর করেন।
চিকিৎসা আর পড়াশুনার জন্য অর্থ পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানায় লিতুন জিরার পরিবার।
এর আগে গত ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে চিঠি লিখেন লিতুন জিরা। সেই চিঠি পেয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিতুনের খোঁজ খবর নেয়। সোমবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে প্রবেশের অনুমিত ও পাঁচ লাখ টাকার অর্থসহায়তা পাওয়ার বিষয়ে একটি চিঠি পায় লিতুন।
আরও পড়ুন: শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা ইনস্টিটিউট স্থাপন করা হবে
চেক গ্রহণকালে সেখানে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।
এব্যাপারে তিনি বলেন, আমরা সবসময় উপজেলা প্রশাসন লিতুন জিরার খোঁজ খবর রেখেছি। আমাদের প্রতিবন্ধী বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিতুনের পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে লিতুনের মতো অদম্য মেধাবীরা হাজারও মানুষকে অনুপ্রেরণা জোগাবে।
যশোরের মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির মেয়ে লিতুন জিরা। দুই ভাইবোনের মধ্যে ছোট লিতুন। বাবা হাবিবুর রহমান ওই উপজেলার এ আর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে ১৮ বছর ধরে শিক্ষকতা করছেন। মা জাহানারা বেগম গৃহিণী। জন্ম থেকেই লিতুনের দুটি পা ও দুই হাত নেই। তবু লেখাপড়ার চালিয়ে নিচ্ছে সে। এবার উপজেলার গোপালপর স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষার্থী। এর আগে ২০২০ সালের খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসিতে জিপিএ-৫ পাওয়ায় বৃত্তি পায় লিতুন জিরা। পড়াশুনার পাশাপাশি লিতুন টানা দ্বিতীয়বারের মতো রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায় পুরস্কার লাভ করে। এছাড়াও আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতায় নিজের পারদর্শিতা দেখানোর পাশাপাশি খুলনা বেতারেও নিয়মিত গান ও কবিতা আবৃত্তিতে অংশ নিচ্ছে।
আরও পড়ুন: পাঁচ প্রতিবন্ধী সদস্য নিয়ে এক হতদরিদ্র পরিবারের করুণ কাহিনী
আর্থিক সহায়তা পেয়ে খুশি লিতুন জিরা বলে, আমার স্বপ্ন চিকিৎসক হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি ও আমার পরিবার সংগ্রাম করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে লিতুন জিরার বাবা হাবিবুর রহমান বলেন, প্রতিবন্ধী বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু লিতুন জিরার পাশে রয়েছে তা কিন্তু না। দেশের সকল প্রতিবন্ধীদের প্রতি তিনি সবসময় সদয়।
২ বছর আগে
চুয়াডাঙ্গায় আরও ৩৮৪ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
চুয়াডাঙ্গায় করোনার প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্বরূপ নতুন আরও ৩৮৪ জনের মধ্যে এই সব খাদ্য সহায়তা দেয়া হলো।
শনিবার জেলার হোটেল শ্রমিক, রেলওয়ে এলএসডি ও বিএডিসি শ্রমিকদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
তিনি বলেন, ‘করোনা ও লকডাউনের প্রভাবে মানুষ কর্মহীন হয়ে মানবেতর দিন যাপন করছে। তাদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে জেলায় মানবিক সহায়তা এসেছে। এসব সহায়তা কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।’
আরও পড়ুন: কুড়িগ্রামে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা প্রদান
করোনা সচেতনতায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করছে; এক্ষেত্রে সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে। সবাইকে মাস্ক পরিধান করতে হবে, অযথা বাইরে বের হওয়া যাবে না।’
মানবিক সহায়তার প্যাকেজে ১০ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি মশুরের ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই রয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়দের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও
এ পর্যন্ত জেলা প্রশাসন থেকে প্রায় ১ হাজার ৯০০ জন কর্মহীন অসহায়কে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, সহকারী কমিশনার হাবিবুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন: বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিল মালয়েশিয়া কমিউনিটি
৩ বছর আগে
শাল্লায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর সহায়তা
সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু হিন্দু অধ্যুষিত গ্রাম নোয়াগাঁওয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা, ৩২ বান্ডিল টিন ও ৭ টন চাল দেয়া হয়েছে।
৩ বছর আগে