দ্বিপক্ষীয় বৈঠক
বাংলাদেশি শ্রমিকদের বৈধ অভিবাসনে গুরুত্বারোপ ইতালির প্রধানমন্ত্রীর
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশি শ্রমিকদের বৈধ উপায়ে অভিবাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে তাকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশি শ্রমিকরা এখানে খুব ভালো কাজ করছেন। তাদের যথেষ্ট বিশ্বাসযোগ্যতা আছে। আমি অবৈধ শ্রমিক চাই না।’
শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় পালাজ্জো চিগিতে পৌঁছালে দেশটির প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে অনিবন্ধিত প্রবাসী বাংলাদেশি, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: জাতিসংঘের ফুড সিস্টেমস সামিটে যোগ দিতে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর
ইতালির পক্ষ থেকে বলা হয় যে স্থানীয় জনগণ না চাওয়ায় তারা চায় না অবৈধ বাংলাদেশিরা ইতালিতে থাকুক। মোমেন বলেন, ‘তারা বৈধ উপায়ে জনশক্তি পাঠানোর জন্য বাংলাদেশের দরজা খুলে দিয়েছে।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, নথিভুক্ত ও অনিবন্ধিত বাংলাদেশিরা দুই দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তবে তিনি বলেন, বাংলাদেশ অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করে।
ইতালির প্রধানমন্ত্রীকে তিনি যেমনটা বলেন, ‘অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি বজায় রাখি।’
বাংলাদেশের পক্ষ থেকে অন্যান্য দেশ থেকে অবৈধ উপায়ে ইতালিতে পাড়ি জমানো বাংলাদেশিদের আটকানোর জন্য ইতালির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: সেনাবাহিনীতে যোগ্য, বিচক্ষণ কর্মকর্তাদের পদোন্নতি দিন: প্রধানমন্ত্রী
সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, টেকসই খাদ্য ব্যবস্থাপনা চালু করুন: জাতিসংঘের খাদ্য সম্মেলনে প্রধানমন্ত্রী
১ বছর আগে
ঢাকায় চীনের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার সান ওয়েইডং
চীনের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার সান ওয়েইডং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য দুই দিনের সরকারি সফরে শুক্রবার রাতে ঢাকায় এসেছেন।
ঢাকায় অবস্থানকালে তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার মহাপরিচালক তৌফিক হাসান রাত ১১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা ভাইস মিনিস্টারকে অভ্যর্থনা জানান।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও উপস্থিত ছিলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
আরও পড়ুন: চীনের ভাইস মিনিস্টার শুক্রবার ঢাকা আসছেন
ঢাকা সফর শেষ করার আগে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।
সম্প্রতি, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের উচিত সহযোগিতার জন্য 'কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করা' এবং নতুন প্রবৃদ্ধির ক্ষেত্রগুলো অন্বেষণ করা।
তিনি বলেন, ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভের আওতায় সহযোগিতার সুযোগ অন্বেষণ অব্যাহত রাখতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।’
বিশেষ করে রাষ্ট্রদূত বলেন, তারা বাংলাদেশে শিল্পের উন্নয়ন ও ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে উৎসাহিত করতে এবং 'মেইড ইন বাংলাদেশ' এর গুণগত মান ও প্রতিযোগিতার উন্নতি করতে ইচ্ছুক।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন তরান্বিত করতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ‘অবিচলভাবে মধ্যস্থতা করছে’ চীন: রাষ্ট্রদূত ইয়াও
১ বছর আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাকের সঙ্গে শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লন্ডন পল মল-এ কমনওয়েলথ সচিবালয়ের মার্লবোরো হাউসের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে দুই নেতা আলোচনা করতে পারেন।
গত বছরের ২৫ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর এটাই হবে শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ এই নেতার প্রথম বৈঠক।
তিন দেশের সরকারি সফরের তৃতীয় ও শেষ ধাপে শেখ হাসিনা লন্ডনে অবস্থান করছেন। এর আগে তিনি জাপান ও যুক্তরাষ্ট্রে সফর করেছেন।
বিকালে প্রধানমন্ত্রী লন্ডন পল মল-এ কমনওয়েলথ সচিবালয়ের মার্লবোরো হাউসে কমনওয়েলথ নেতাদের অনুষ্ঠানে যোগ দেবেন।
আরও পড়ুন: আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রীর উন্মুক্ততার প্রশংসা যুক্তরাষ্ট্রের
তিনি ডেলিগেট লাউঞ্জে কমনওয়েলথ প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করবেন এবং মার্লবোরো হাউসের গার্ডেনে কমনওয়েলথ যৌথ পারিবারিক ফটোসেশনে যোগ দেবেন।
রুয়ান্ডার প্রেসিডেন্ট ও কমনওয়েলথ চেয়ার ইন অফিস পল কাগামে'র সভাপতিত্বে মূল সম্মেলন কক্ষে কমনওয়েলথ নেতৃবৃন্দের রুদ্ধদ্বার আলোচনায় যোগ দেবেন শেখ হাসিনা।
সন্ধ্যায় তিনি রাজা ও রানি কনসোর্টের রাজ্যাভিষেকের আগাম বাকিংহাম প্যালেসে রাষ্ট্রপ্রধান, সরকার ও বিদেশি প্রতিনিধিদের জন্য রাজার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
পরে অধ্যাপক পায়াম আখাভান ক্লারিজের হোটেলের দ্বিপক্ষীয় কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
আখাভান আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের ম্যাসি কলেজের সিনিয়র ফেলো, স্থায়ী সালিশি আদালতের সদস্য এবং প্রাক্তন যুগোস্লাভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসের প্রাক্তন আইনি উপদেষ্টা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেলে দেখা করার আমন্ত্রণ প্রত্যাখ্যান বিএনপি-জামায়াত বিক্ষোভকারীদের: কর্তৃপক্ষ
১ বছর আগে
বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় বৈঠক শুরু
বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে শনিবার দ্বিপক্ষীয় বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয়েছে।
৩ বছর আগে