মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
এইচএসসি পরীক্ষা ২০২৩: রুটিন প্রকাশ, শুরু ১৭ আগস্ট
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট।
বৃহস্পতিবার সব শিক্ষা বোর্ডের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
রুটিন অনুযায়ী এইচএসসির লিখিত পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫০ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
রুটিন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন ঘণ্টা ব্যাপী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র দিয়ে।
আরও পড়ুন: এইচএসসি বাছাই পরীক্ষা শুরু হবে ৩০ মে
এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ: সিলেট বোর্ডে পরিবর্তন হয়েছে ৫১ শিক্ষার্থীর
৯১১ দিন আগে
এইচএসসিতে সর্বোচ্চ পাশের হার বরিশালে
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাশের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ। বোর্ডের ইতিহাসে এইচএসসিতে এবারই সর্বোচ্চ পাশের হার বরিশাল বোর্ডে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
আরও পড়ুন: এইচএসসির ফলাফল: কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ
তিনি বলেন, ২০২১ সালের পরীক্ষায় অংশ নেয়া ৬৬ হাজার ৭৯৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৩ হাজার ৯৬৪ জন। ছেলে ৩০ হাজার ২৮৯ জন ও মেয়ে ৩৩ হাজার ৬৭৫ জন। জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন। এর মধ্যে ছেলে ৩ হাজার ৪৮১ ও মেয়ে ৬ হাজার ৪৯০ জন।
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
বরিশাল বোর্ডে পরীক্ষায় ফলাফলে পাশের হারে দিক থেকে বরিশাল জেলা এগিয়ে রয়েছে। এই জেলায় পাশের হার ৯৬ দশমিক ৯৩ ভাগ। এছাড়া ঝালকাঠিতে ৯৬ দশমিক ৪০ ভাগ, বরগুনায় ৯৬ দশমিক ৩১ ভাগ, পিরোজপুরে ৯৬ দশমিক ১৫ ভাগ, ভোলায় ৯৪ দশমিক ৫৮ ও পটুয়াখালীতে ৯৩ দশমিক ৪৬ ভাগ।
১৩৯১ দিন আগে
২০২১ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ এপ্রিল
২০২১ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে। করোনা মহামারির কারণে এবার এসএসসির টেস্ট (নির্বাচনী) পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
১৭১৯ দিন আগে