কাতার এয়ারওয়েজ
খুলনায় কাতার এয়ারওয়েজের স্টাফ বাসে আগুন
খুলনা নগরীতে কাতার এয়ারওয়েজের একটি স্টাফ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টায় সোনাডাঙ্গা এম এ বারী সড়কে মোংলা ইপিজেডের একটি বাসে ঘটনাটি ঘটে।
খুলনা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাসের বেশকিছু আসন পুড়ে গেছে।
আরও পড়ুন: পাবনায় দাঁড়িয়ে থাকা ট্রেনে দুর্বৃত্তদের আগুন
স্থানীয়রা জানান, কাতার এয়ারওয়েজ নামের বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে সবাই এগিয়ে যান। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খুলনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কীভাবে আগুন লেগেছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব না।’
আরও পড়ুন: বিমানের স্টাফ বাসে আগুন: আহত কর্মীদের আর্থিক সহযোগিতা
১১ মাস আগে
রাতে দেশে ফিরছেন সাকিব
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান রাতেই (বাংলাদেশ সময়) মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ইউএনবিকে নিশ্চিত করেছেন।
৩ বছর আগে