ময়মনসিংহ মেডিকেল কলেজ
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ সাত জন নিহত হয়েছে। আর পাঁচজন আহত হয়েছে। শনিবার বিকেল ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় একটি বেপরোয়া গতি সম্পন্ন ট্রাক যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা মহসড়কে যান চলাচল বন্ধ ছিল।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ফজলুল হক (৩৫), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আব্দুল্লাহ (৬), তাদের মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুড় নজরুল ইসলাম (৫৫)। নিহত দুই জনের পরিচয় সনাক্ত করা যায়নি।
আর আহত পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয় এবং হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের চারজন একই পরিবারের সদস্য। তারা ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: খুলনায় চালকদের প্রতিযোগিতা ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলে দুর্ঘটনা বাড়ছে
বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত
সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মীর বাবা নিহত
৩ বছর আগে
রাজশাহীতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে চিকিৎসকের মৃত্যু
রাজশাহীতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে সোমবার এক চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
৩ বছর আগে