রিমান্ডে ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীন মিয়া
শাল্লার ঘটনায় ৫ দিনের রিমান্ডে স্বাধীন
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
একই মামলায় বাকি ২৯ আসামির দু’দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
আরও পড়ুন: শাল্লায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর সহায়তা
শাল্লার ঘটনার সাথে জড়িতদের ছাড় নয়: র্যাব ডিজি
মঙ্গলবার দুপুরে শুনানি শেষে সুনামগঞ্জ আদালতের শাল্লা জোনের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা এ রিমান্ড মঞ্জুর করেন।
সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার ভোর রাতে ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আরও পড়ুন: শাল্লার ঘটনায় ২ মামলা, আটক ২২
শনিবার বেলা ১১টায় স্বাধীন মিয়াকে শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ রবিবার বিকালে তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে।
উল্লেখ্য, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে ফেসবুকে কটাক্ষ করার অভিযোগ তুলে তার সমর্থকরা গত ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তবে কেউ হতাহত হননি।
আরও পড়ুন: শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলা: প্রধান আসামি স্বাধীন গ্রেপ্তার
৩ বছর আগে