কোটালীপাড়া
ষড়যন্ত্র অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে: কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্র অতিক্রম করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ‘ষড়যন্ত্র ও চক্রান্ত কখনো শেষ হয় না। তাই ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে।’
রবিবার (১৪ জানুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলা প্রাঙ্গণে তার নিজ নির্বাচনি এলাকা (গোপালগঞ্জ-৩) কোটালীপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা
তিনি বলেন, ভবিষ্যতে আরও অনেক কাজ করার আছে। আওয়ামী লীগ সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, 'আমাদের এটিকে (অগ্রগতি) দীর্ঘস্থায়ী করতে হবে এবং এটিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন নিজের শক্ত ঘাঁটি আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, তার শক্ত ঘাঁটি থাকায় তিনি যেকোনো জায়গায় যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে পারেন।
আরও পড়ুন: আগামী ৫ বছর উন্নয়ন কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
তিনি বলেন, বাংলাদেশের জনগণই তার ক্ষমতার উৎস এবং তিনি এই শক্তি দিয়ে সফলভাবে ষড়যন্ত্র মোকাবিলা করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
'আমার গ্রাম আমার শহর' কর্মসূচির আওতায় প্রতিটি গ্রাম গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ সব ধরনের শহুরে সুযোগ-সুবিধা ভোগ করবে।’
আরও পড়ুন: মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানোই সরকারের প্রধান কাজ: টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, অগ্নিসংযোগকারী ও তাদের পরিকল্পনাকারীদের শাস্তি দিতে সরকার কোনো আপস করবে না। যাতে ভবিষ্যতে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি না ঘটে।
তিনি বলেন, ‘আমরা ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা আদেশদাতাদের গ্রেপ্তার করছি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য কাজ না করে, মানুষকে পুড়িয়ে হত্যা করতে না পারে।’
আরও পড়ুন: রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, শেখ হেলাল উদ্দিন এমপি এবং শেখ সালাউদ্দিন জুয়েল মঞ্চে উপস্থিত ছিলেন। কোটালীপাড়া আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের সঞ্চালনা
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আকরাম উদ্দিন আহমেদ, গোপালগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান এবং প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ-৩ আসনের রাজনৈতিক প্রতিনিধি শহীদুল্লাহ খন্দকার অনুষ্ঠানে বক্তৃতা করেন।
আরও পড়ুন: দুই দিনের সফরে শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
তিনি শনিবার টুঙ্গিপাড়ায় এসে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় যোগ দেন।
তিনি টুঙ্গিপাড়ায় নিজের বাড়িতে রাত কাটান এবং ঢাকায় ফেরার পথে কোটালীপাড়ায় অনুষ্ঠানে যোগ দেন।
আরও পড়ুন: সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী
১১ মাস আগে
গোপালগঞ্জে দুই দিনের সফরে কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে নিজ জেলা গোপালগঞ্জে দুই দিনের সফরে কোটালীপাড়ায় পৌঁছেছেন।
সকাল ৮টার দিকে গণভবন থেকে যাত্রা শুরু করে বেলা ১১টা ২৭ মিনিটে তার গাড়িবহর কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌঁছায়।
প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।
আরও পড়ুন: ঈদুল আজহা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশিদের নরেন্দ্র মোদির শুভেচ্ছা
পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার বিকালে টুঙ্গিপাড়ার উদ্দেশে কোটালীপাড়া ত্যাগ করবেন।
তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ এবং মোনাজাতে যোগ দেবেন।
সফরে প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন।
আরও পড়ুন: ঈদের দিন মুক্তিযোদ্ধাদের ফুল, ফল ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে রবিবার সকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
রবিবার (২ জুলাই) বিকালে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা রয়েছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও প্রধানমন্ত্রীর নামে সেই গরু কোরবানি দিয়েছেন কিশোরগঞ্জের কৃষক দম্পতি
১ বছর আগে
কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় ১৪ জনের মৃত্যুদণ্ড
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে ২০০০ সালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১৪ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ মামলার রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আজিজুল হক ওরফে শাহ নেওয়াজ, মোহাম্মদ লোকমান, ইউসুফ, মোসাহেব হাসান, আনিসুল ইসলাম ওরফে আনিস, সারোয়ার হোসেন মিয়া, শেখ মোহাম্মদ এনামুল হক, মফিজুর রহমান ওরফে মুহিবুল্লাহ, মোহাম্মদ আজহার, তারেক হোসেন ওরফে তারেক, রাশেদুজ্জামান, আবদুল ওয়াদুদ শেখ, মাওলানা আমিরুল ইসলাম ও মাওলানা রফিকুল।
আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ১০ আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
এ মামলার ১৪ আসামির মধ্যে আজিজুল, লোকমান, ইউসুফ, মোসাহেব, আনিসুল, সারওয়ার এনামুল হক পলাতক রয়েছেন।
মামলার তথ্য অনুযায়ী, শেখ হাসিনার ২০০০ সালে কোটালীপাড়া সফরের অংশ হিসেবে শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে ভাষণ দেয়ার কথা ছিল। সমাবেশের দুই দিন আগে ২০ জুলাই কলেজ প্রাঙ্গণে জনসভার প্যান্ডেল তৈরির সময় শক্তিশালী বোমার অস্তিত্ব পাওয়া যায়। কলেজের উত্তর পাশে সন্তোষ সাধুর দোকান ঘরের সামনে থেকে সেনাবাহিনীর একটি দল ৭৬ কেজি ওজনের বোমাটি উদ্ধার করে। পরদিন ২১ জুলাই গোপালগঞ্জ সদর থেকে ৮০ কেজি ওজনের আরও একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ডেথ রেফারেন্সের রায় ১৭ ফেব্রুয়ারি
ওই ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, হত্যার ষড়যন্ত্র এবং বিস্ফোরক আইনে কোটালীপাড়া থানায় তিনটি মামলা করে পুলিশ।
৩ বছর আগে