আসামির আত্মসমর্পণ
পুলিশের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জে ৪৮ আসামির আত্মসমর্পণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ৪৮ আসামি থানায় আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার সকালে জগন্নাথপুর থানায় তারা আত্মসমর্পণ করেন বলে নিশ্চিত করেছেন ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
আরও পড়ুন: দুদকের মামলায় চট্টগ্রামের সাংবাদিকসহ ৭ জনকে আত্মসমর্পণের নির্দেশ
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য গত ১৪ মার্চ সন্ধ্যায় উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত মিছকন্দর আলীর ছেলে ডাকাতি মামলার ওয়ারেন্টেভুক্ত আসামি আব্দুস শহিদকে (৪৫) গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় আসামির স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যান। হামলার ঘটনায় এসআই শহিদুল, এসআই শফিকুল ও কনস্টেবল নিয়ামুল ইসলাম আহত হন। পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তারা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫৩ জনকে আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন। এরপর পাঁচ আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: এমপি পাপুলের স্ত্রী ও মেয়েকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পলাতক ৪৮ আসামি মঙ্গলবার সকালে থানায় আত্মসমর্পণ করেছেন। সবাইকে আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে চট্টগ্রামে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ
৩ বছর আগে