আলোকসজ্জা
বিয়ের রাতেই আলোকসজ্জার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু!
বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। বিয়ে উপলক্ষে সাজানো আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বর।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম শাকিল হোসেন। তিনি বাবা ও মার একমাত্র ছেলে। পেশায় চাল ব্যবসায়ী। তার বাবার নাম আবদুস সালাম।
বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার বিদিরপুর গ্রামের বুলবুল হোসেনের মেয়ের সঙ্গে শাকিলের বিয়ে হয়। শ্বশুরবাড়িতে পা রাখার পরই স্বামীকে হারিয়ে নির্বাক নববধূ।
আরও পড়ুন: কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ২ গৃহবধূর মৃত্যু
স্বজনরা জানান, দুপুরে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিকালে বরপক্ষ কনে নিয়ে আসে। সন্ধ্যার পর বর নিজেই বাড়িতে আলোকসজ্জার বাতিগুলো জ্বালিয়ে দেন। পরে রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় বারান্দার গ্রিলে হাত দেন শাকিল। এ সময় তিনি বিদ্যুতায়িত হন।
আলোকসজ্জার বৈদ্যুতিক তার লিকেজ হয়ে বিদ্যুতায়িত হয়েছিল বাড়ির বারান্দার গ্রিল। শাকিলকে ওই অবস্থায় দেখে তার চাচা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর রাতেই তার লাশ বাড়ি নিয়ে যাওয়া হয় এবং সকালে তার লাশ দাফন করা হয়।
শাকিলের মা জান্নাতুল মাওয়া বলেন, আমার একটাই ছেলে। কত শখ করে তার বিয়ে দিলাম। ছেলে, ছেলের বউ বাড়িতে থাকবে। কত আনন্দ করব। আমার কিছুই থাকল না। ছোট মেয়েটাকে এখন কী করে সান্ত্বনা দেব আমি। এই মেয়েটার এখন কী হবে!
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, শাকিল ছেলেটা আমাদের চোখের সামনে বড় হলো। খুবই ভালো ছেলে ছিল সে। বিয়ের দিন তার এভাবে মারা যাওয়াটা মেনে নেওয়ার মতো না। পুরো গ্রামের মানুষ গভীর শোকাহত।
আরও পড়ুন: ময়মনসিংহে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
খুমেক হাসপাতালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
১ বছর আগে
রমজান উপলক্ষে প্রথমবারের মতো লন্ডনের ওয়েস্ট এন্ড-এ আলোকসজ্জা
যুক্তরাজ্যে প্রথমবারের মতো পবিত্র রমজান মাস উপলক্ষে লন্ডনের ওয়েস্ট এন্ড জেলা ৩০ হাজার বাতি জ্বালিয়ে আলোকিত করা হয়েছে।
বিবিসি একটি প্রতিবেদনে বলেছে, লিসেস্টার স্কোয়ারকে পিকাডিলির সঙ্গে যুক্তকারী কভেন্ট্রি সড়কটি ‘হ্যাপি রমজান’ দিয়ে আলোকিত হয়েছে৷
আরও পড়ুন: বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আলোকসজ্জা না করার নির্দেশনা
যুক্তরাজ্যের রাজধানীতে রমজান উদযাপনকারী ১৩ লাখ মুসলমানদের একজন লন্ডনের মেয়র সাদিক খান বাতি জ্বালিয়েছেন।
বিবিসির প্রতিবেদন অনুসারে, ক্রিসমাস লাইটের প্রতি অনুপ্রাণিত হয়ে ইনস্টলেশনটি তৈরি করেছিলেন আয়েশা দেশাই।
তিনি বলেছিলেন, ‘ক্রিসমাস লাইটের মতো এটি করার উচ্চাকাঙ্ক্ষা আমার ছিল।’
তিনি বিবিসিকে বলেন, ‘আমি যখন বড় হচ্ছি তখন আমার বোনের সঙ্গে ক্রিসমাস লাইট দেখতে যাওয়ার কথা মনে পড়েছিল এবং আমারও মধ্যপ্রাচ্যে থাকার সুযোগ ছিল। আমি লন্ডনে সেই আনন্দ এবং জাদু আনতে চেয়েছিলাম, যে শহর থেকে আমি এসেছি।’
দেশাই তিন বছর আগে প্রকল্পটি শুরু করেছিলেন।
তিনি বলেন, ‘এটি অবিশ্বাস্য দেখাচ্ছে, আমি প্রতিক্রিয়া দেখে অভিভূত।’
‘আমি সেই সচেতনতা বাড়াতে চেয়েছিলাম আমাদের প্রতিবেশীদের জানাতে যে এটি আমাদের জন্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ মাস, এটি বছরের আমার প্রিয় মাস এবং আমি আজকে এখানে এসেছি বলে আমি কৃতজ্ঞ।’
বিবিসি জানায়, সাউথ কেনসিংটনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে একটি পাবলিক ইফতারের আয়োজন করা হবে। যেখানে মুসলিম ও অমুসলিমদের জন্য একটি অস্থায়ী মসজিদ এবং রমজান প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে।
এদিকে, চেলসি ফুটবল ক্লাব স্ট্যামফোর্ড ব্রিজের পিচের পাশে খোলা ইফতারের আয়োজন করবে, যা ক্লাব এবং প্রিমিয়ার লিগ স্টেডিয়ামের জন্য প্রথম হবে।
ওয়েম্বলি স্টেডিয়াম মাসের শেষের দিকে একই কাজ করবে বলে জানিয়েছে বিবিসি।
আরও পড়ুন: বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায় তিন লাখ কোটি টাকা ছুঁই ছুঁই
বিদ্যুৎ ঘাটতির কারণে সরকার অফিসের সময় পরিবর্তনের কথা ভাবছে: জ্বালানি উপদেষ্টা
১ বছর আগে
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আলোকসজ্জা না করার নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রন্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বিশ্ববাজারে পেট্রোলিয়াম জ্বালানির দাম অত্যধিক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস এবং বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
পড়ুন: বিদ্যুৎ ঘাটতির কারণে সরকার অফিসের সময় পরিবর্তনের কথা ভাবছে: জ্বালানি উপদেষ্টা
বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায় তিন লাখ কোটি টাকা ছুঁই ছুঁই
২ বছর আগে
থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না রানি দ্বিতীয় এলিজাবেথ
সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপনের অনুষ্ঠানে বৃহস্পতিবার ‘খানিকটা অস্বস্তি’ অনুভব করায় রানি দ্বিতীয় এলিজাবেথ শুক্রবার নির্ধারিত থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানে যোগ দেবেন না।
বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যন্ত অনিচ্ছার সঙ্গে জানানো যাচ্ছে সেন্ট পলস ক্যাথেড্রালের অনুষ্ঠানটি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রানির চলাফেরা করতে সমস্যা হয়েছে এবং অনেক পাবলিক ইভেন্টে যোগ দেয়া থেকে তিনি বিরত থেকেছেন।
তবে পরিকল্পনা অনুযায়ী ৭০ বছর উদযাপনের চার দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে তিনি বাকিংহাম প্যালেসের বারান্দা থেকে হাজার হাজার মানুষের শুভেচ্ছা গ্রহণ করেছেন। ১৭৬০ সাল থেকে হয়ে আসা বিশেষ কুচকাওয়াজ এবং ৯৬ বছর বয়সী রানির দেখা পেতে এদিন হাজারো মানুষ প্যালেসের সামনে ভিড় করেন। এছাড়া বৃহস্পতিবার রাতে উইন্ডসর ক্যাসেলে আনুষ্ঠানিক আলোকসজ্জা অনুষ্ঠানেও অংশ নিয়েছেন রানি এলিজাবেথ।
প্রসঙ্গত, করোনা শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্যের প্রথম বড় সমাবেশগুলোর মধ্যে এটি একটি। সাত দশক ধরে সিংহাসনে থেকে রেকর্ড করা রানী দ্বিতীয় এলিজাবেথ ২৫ বছর বয়সে সিংহাসনে বসেছিলেন।
আরও পড়ুন: রানী এলিজাবেথকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
রাণী দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত
২ বছর আগে
২৫ মার্চ রাতে সারাদেশে ১ মিনিট ব্ল্যাকআউট
২৫ মার্চ গণহত্যা দিবসে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
আরও পড়ুন: ‘মুজিব বর্ষ’ উদযাপনে নেতা-কর্মীদের বিভিন্ন কর্মসূচি গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ মার্চ রাতে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।
আরও পড়ুন: জাতির পিতার স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা নিন: প্রধানমন্ত্রী
২৫ মার্চ গণহত্যা দিবসের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তথা সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: মুজিব বর্ষে ঘর পাচ্ছেন ফরিদপুরের দেড় হাজার গৃহহীন পরিবার
৩ বছর আগে