হানিফ বাস
মিরসরাইয়ে হানিফের বাসের ধাক্কায় এনজিওকর্মী নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় এক এনজিওকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ঝরণা রাস্তার মাথায় মোটরসাইকেল করে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হাবিবুর রহমান (৩৫) কুমিল্লার চাঁদপুর সদর থানার কামরাঙ্গা বাজার এলাকার রামপুর পাটোয়ারী বাড়ির আলমগীর হোসেনের ছেলে। তিনি এনজিও সংস্থা শক্তি ফাউন্ডেশনে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় প্রবাসী নিহত
স্থানীয়রা জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি সড়কের পাশে পড়ে যায়।
এসময় সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা মো. হাবিবুর রহমানকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: বগুড়ায় বাসের ধাক্কায় নারীসহ নিহত ২
রাজধানীতে বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত
২ বছর আগে
রাজশাহীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৭
রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালী এলাকায় হানিফ পরিবহনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। সংঘর্ষের পর অগ্নিকাণ্ডে এ হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে কাটাখালি থানার সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কক্সবাজার ও নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
৩ বছর আগে