নরেন্দ্র মোদির সফর
দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন
বেসামরিক প্রশাসনের সহায়তার জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান শনিবার জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বেসামরিক প্রশাসনের সহায়তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: হাটহাজারীর পরিস্থিতি থমথমে, মাদরাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ
হাটহাজারীতে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ৪
এর আগে, শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সাথে হেফাজতের সমর্থকদের সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
হেফাজত কর্মীরা হাটহাজারী মডেল থানা, ভূমি অফিস ও ডাকবাংলোয় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালালে পুলিশের সাথে এ সংঘর্ষ হয়।
এদিকে, শুক্রবার বিকালে বায়তুল মোকাররম এলাকায় জুমার নামাজ শেষে মুসল্লিদের বিক্ষোভে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভে বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন: মোদিবিরোধী বিক্ষোভ: বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ
মেগা উদযাপনে যোগ দিতে ঢাকায় নরেন্দ্র মোদি
মুসল্লিদের ওপর হামলা ও হত্যার’ প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়া আগামীকাল রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।
৩ বছর আগে