হেফাজতের বিক্ষোভ
চট্টগ্রামে কড়া নিরাপত্তায় হেফাজতের বিক্ষোভ
চট্টগ্রামে র্যাব, পুলিশ, বিজিবির কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।
বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমণকে কেন্দ্র করে গতকাল হাটহাজারীতে পুলিশের সাথে সংঘর্ষে চারজন নিহতের প্রতিবাদে আগামীকাল রবিবার হরতালসহ আজকের বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ।
তার অংশ হিসেবে আজ জোহরের নামাজের পর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: হাটহাজারীর পরিস্থিতি থমথমে, মাদরাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সমাবেশ পরবর্তী একটি মিছিল বের করে তারা। মিছিলটি জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে শুরু হয়ে ওয়াসা মোড় ঘুরে কাজীর দেউড়ির আলমাস সিনেমা মোড় ঘুরে আবার মসজিদ মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তারা চারজনের হত্যায় দায়ী পুলিশের শাস্তি, বিচার বিভাগীয় তদন্ত এবং আগামীকাল দেশব্যাপী হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ও চট্টগ্রাম মহানগরের সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম বিক্ষোভ মিছিল শেষে মোনাজাত পরিচালনা করেন।
আরও পড়ুন: হাটহাজারীতে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ৪
মোদিবিরোধী বিক্ষোভ: বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষ
সমাবেশে হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ও মহানগর সেক্রেটারি লোকমান হাকিম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল্লামা আজিজুল হক ইসলামাবাদী, হেফাজতে ইসলাম নেতা মির্জা ইয়াছিন, মহানগর নেতা ইউছুফ বিন ইয়াকুব, মাওলানা শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েম উল্লাহ, আলী উসমান বক্তব্য দেন।
এদিকে হেফজতে ইসলামের বিক্ষোভকে কেন্দ্র করে নগরীর লালখান বাজার, ওয়াসা, কাজীর দেউড়ি, দামপাড়া এলাকায় কঠোর অবস্থান নিয়েছে পুলিশ ও বিজিবি। পুলিশের জল কামান, বিজিবির সাজোয়া যানও সমাবেশের আশে পাশে অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া নগরীতে টহল দিচ্ছে র্যাব ও বিজিবি সদস্যরা।
৩ বছর আগে