রোড শো
ঢাকায় দক্ষিণ কোরিয়ার ড্রোন রোড শো বুধবার
ঢাকায় বাংলাদেশ-কোরিয়া ড্রোন রোড শো আয়োজন করছে কোরিয়ান দূতাবাস। বুধবার দেশটির বাংলাদেশের দূতাবাসের আয়োজিত হোটেল শেরাটনে ইউএভি এবং সফ্টওয়্যার সম্পর্কিত সমাধানের ওপর অর্ধ-দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন।
এই ইভেন্টটি কোরিয়া ও বাংলাদেশের মধ্যে বিশেষ করে উদ্ভাবনী প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টিতে কোরিয়াকে চালিত করবে।
ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় (এমওএলআইটি) এবং কোরিয়ান নেতৃস্থানীয় ইউএভি প্রযুক্তি কোম্পানি কোরিয়া ইন্সটিটিউট অফ এভিয়েশন সেফটি টেকনোলজি (কেআইএএসটি) এবং স্থানীয় বেসরকারি ও সরকারি সংস্থার প্রতিনিধিরা এই ইভেন্টে অংশগ্রহন করবে।
আরও পড়ুন: শিশু ধর্ষণকারীকে মুক্তি দেয়ায় দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ, ডিম নিক্ষেপ
দূতাবাস বাংলাদেশে এই সুযোগের ব্যাখ্যা করে রাষ্ট্রদূত লি জোর দিয়ে বলেন, ‘ড্রোনগুলো বিভিন্ন উন্নত প্রযুক্তি যেমন এভিয়েশন, আইসিটি, সফ্টওয়্যার এবং সেন্সরগুলোর সঙ্গে একত্রিত হয়, যা বাংলাদেশের উদ্ভাবনী বৃদ্ধিতে সহায়তা করে।’
তিনি ব্যাখ্যা করেন যে এই ড্রোন শো-এর প্রধান উদ্দেশ্য হলো ড্রোন প্রযুক্তির গুরুত্ব ও বৈচিত্র্যময় ব্যবহারের প্রতি বাংলাদেশ সরকার এবং ব্যবসায়িক খাতের দৃষ্টি আকর্ষণ করা।
রোডশোর হাইলাইটগুলোর মধ্যে বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষের উপস্থাপনা এবং কোরিয়ান কোম্পানিগুলোর পণ্য-নির্দিষ্ট উপস্থাপনাগুলোর একটি সিরিজ অন্তর্ভুক্ত থাকবে। যাতে তারা এই ক্ষেত্রে কীভাবে নেতৃত্ব দিচ্ছে এবং কোরিয়া যে সমাধানগুলো অফার করতে পারে তার কিছু ব্যাখ্যা করে।
অনুষ্ঠানটি প্রদর্শনী এবং ব্যবসায়িক পরামর্শের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক খাতের নেটওয়ার্ক এবং যোগাযোগ স্থাপনের জন্য উপলক্ষও অফার করবে।
আরও পড়ুন:ফের দক্ষিণ কোরিয়ার ভিসার জন্য আবেদন চালু
২ বছর আগে
পুঁজিবাজার শিগগিরই দেশে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস হবে: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, পুঁজিবাজার শিগগিরই দেশে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস হিসেবে আবির্ভূত হবে।
বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজনে সুইজারল্যান্ডের জুরিখে বাংলাদেশের অর্থনীতি বিষয়ক তিন দিনব্যাপী রোড শোর প্রথম দিন সোমবার (২০ সেপ্টেম্বর) মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: পুঁজিবাজারে গতি আনতে প্রকৃত উদ্যোক্তাদের উৎসাহ দিতে হবে: ভূমিমন্ত্রী
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতির মাঝে চমৎকার ভারসাম্য বিরাজ করছে-এর অর্থ আমরা ঠিক পথেই এগুচ্ছি।’
উপস্থিত ইউরোপীয় বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘বাংলাদেশে ভ্রমণ করলে, বাংলাদেশে বিনিয়োগ করলেই আপনারা বুঝতে পারবেন সেখানে কেমন পরিবর্তন হয়েছে। বাংলাদেশে কাজ করলেই বোঝা যাবে যে এই পরিবর্তনের নেতৃত্বে আছে আমাদের বেসরকারি খাত। এক দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিকভাবে স্থিতিশীল বাংলাদেশ ঝুঁকিবিহীন বিনিয়োগে একটি নির্ভরযোগ্য নাম। আমাদের অর্থনীতি এই সময় জুড়ে দুর্দান্ত সাফল্য লাভ করেছে।’
সুইস রাষ্ট্রদূত তার দেশের বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশের ক্রমবর্ধমান বিস্তৃত অর্থনীতি ১৬.৮ কোটি মানুষ, বিশাল তরুণ জনগোষ্ঠী, প্রতিভাবান উদ্যোক্তাদের দিকে ভালো করে দেখুন, ভেবে দেখুন কীভাবে এই অসাধারণ সফলতার গল্পে বিনিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট হতে পারেন।’
আরও পড়ুন: শতভাগ ডিজিটাল প্রক্রিয়ায় যাচ্ছে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা: ভূমিমন্ত্রী
অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. আলমগীর হোসেন ও বেসরকারি খাতের নেতারা সম্মেলনে অংশ নেন।
এছাড়া সম্মেলনে অনাবাসী বাংলাদেশি, বিদেশি প্রাতিষ্ঠানিক, স্বতন্ত্র বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
৩ বছর আগে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দারাজের ‘রোড শো’
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে নিজেদের ৫০টি ডেক্স (দারাজ এক্সপ্রেস) ভ্যান নিয়ে ২৬ মার্চের রোড শো করেছে দেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দারাজ জানায়, এই আয়োজনের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলায় নিজস্ব হাব স্থাপনের মাধ্যমে দেশব্যাপী তাদের বিস্তৃতির আনন্দও উদযাপন করছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দারাজের আকর্ষণীয় অফার
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই রোড শো অনুষ্ঠিত হয়। রাজধানীর বনানী থেকে রোড শোটি শুরু হয়ে এরপর মহাখালী, বিজয় সরণী, শ্যামলী, মিরপুর হয়ে উত্তরা গিয়ে শেষ হয়।
দারাজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাহিদল হক বলেন, ‘এ রোড শো’র মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে আয়োজিতব্য নানা আয়োজনের অংশ হতে পেরে আমরা আনন্দিত। স্বাধীনতার উদযাপন আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করতে আমরা দারাজের পক্ষ থেকে এ রোড শো আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছি। এ উদ্যোগের মাধ্যমে আমরা স্বাধীনতার আনন্দ ছড়িয়ে দিতে চাই, সবার মাঝে।’
আরও পড়ুন: হিরো বাংলাদেশ এখন দারাজে
তিনি বলেন, ‘১৯৭১ সালের ঐতিহাসিক নানা উদ্ধৃতি ও ছবি নিয়ে দারাজের ৫০টি ডেলিভারি ভ্যান রাজধানীর রাস্তায় দর্শনীয় এ রোড শো করে। আমাদের নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ সম্পর্কে মূল্যবোধ তৈরিতে ও জ্ঞানের বিস্তৃতিতেই এ রোড শোর আয়োজন করা হয়েছিল। দারাজের এ রোড শোর মাধ্যমে ইতিহাসের আলোকে স্বাধীনতাকে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন:গহনা প্রেমীদের জন্য ‘গোল্ড’ ও ‘ডায়মন্ড’ ক্যাটাগরি চালু করল দারাজ
৩ বছর আগে