স্বামী-শাশুড়ি গ্রেপ্তার
যৌতুক: গাইবান্ধায় দগ্ধ গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি গ্রামে যৌতুকের দাবিতে স্বামী-শাশুড়ির দেয়া আগুনে দগ্ধ গৃহবধূ শারমিন আকতারের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী কোরবান আলী ও শাশুড়ি কুলসুম বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: রুটি বানাতে দেরি, থাপ্পড়ে গৃহবধূর মৃত্যু
নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি গ্রামে যৌতুক না আনতে পারায় স্বামী কোরবান আলী ও তার শাশুড়ি কুলসুম বেগম গৃহবধূ শারমিনের শরীরে আগুন লাগিয়ে দেয়। এরপর দগ্ধ অবস্থায় তাকে ঘরবন্দি করে রাখা হয়। পরে গ্রামবাসী শারমিনকে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করে । সেখানেও তার উন্নতি না হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
আরও পড়ুন: ফরিদপুরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু
রবিবার স্বজনরা তার লাশ গাইবান্ধার গ্রামের বাড়িতে নিয়ে গেলে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও গ্রামবাসী। এ সময় তারা শারমিনের হত্যাকারীদের বিচারের দাবি জানান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মজিবর রহমান জানান, শারমিনের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে গাইবান্ধা থানায় মামলা দায়ের করলে পুলিশ স্বামী কোরবান আলী ও শাশুড়ি কুলসুম বেগমকে গ্রেপ্তার করেছে। মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তর হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: রান্না করতে গিয়ে কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
৩ বছর আগে