যুবলীগ-ছাত্রলীগ
হরতাল: সুনামগঞ্জে হেফাজত ও যুবলীগ-ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া
সারাদেশের ন্যায় সুনামগঞ্জে রবিবার সকাল ৬টা থেকে হরতাল কর্মসূচি পালন করছে হেফাজতের নেতা-কর্মীরা। পরে জেলা যুবলীগ ও ছাত্রলীগ মিছিল বের করলে হেফাজতের নেতা-কর্মীদের সাথে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের কিছু সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা জানান, সকাল থেকে হাতে লাঠি সুটা নিয়ে হেফাজতের নেতা-কর্মীরা হরতাল কর্মসূচি পালন করছে। তবে হরতালবিরোধী রাজপথে উপস্থিত ছিল জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
হেফাজতের নেতারা শহরের বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করে। দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও জেলা যুবলীগের আহ্বায়ক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হকের নেতৃত্বে শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীর মিছিল করে ট্রাফিক পয়েন্টে আসলে হেফাজতের নেতা-কর্মীদের সাথে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের কিছু সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: হেফাজতের হরতাল: হাটহাজারীতে সড়ক কেটে অবরোধ
চট্টগ্রামে কড়া নিরাপত্তায় হেফাজতের বিক্ষোভ
এ সময় জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু, সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সুনামগঞ্জ শহর ঘুরে দেখা গেছে, সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড, আলফাত স্কয়ার পয়েন্ট, বক পয়েন্ট, কাজীর পয়েন্ট, নবী নগর পয়েন্ট, ওয়েজখালী পয়েন্ট, নতুন বাসস্ট্যান্ডসহ সব জায়গায় হেফাজতের নেতা-কর্মীরা হাতে লাঠি নিয়ে রাস্তায় অবস্থান করতে দেখা গেছে। দূর দুরান্ত বা শহরেও কোন ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছেন না হেফাজতের নেতা-কর্মীরা। তবে শহরে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য শহরের প্রত্যাকটি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: হাটহাজারীর পরিস্থিতি থমথমে, মাদরাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ
৩ বছর আগে