ঢাকা-বগুড়া মহাসড়ক
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ ব্যবসায়ী নিহত
বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার মির্জাপুর বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের কলিম উদ্দিনের পুত্র পেঁয়াজ ব্যবসায়ী আবু সাঈদ (৩৮) ও একই উপজেলার সুঘাট ইউনিয়নের সাতারা গ্রামের কছির উদ্দিনের ছেলে নাদু প্রামাণিক (৪০)।
আরও পড়ুন:চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালকসহ নিহত ২
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়িক প্রয়োজন শেষে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার থেকে মোটরসাইকেলে করে ব্যবসায়ী আবু সাঈদ ও নাদু প্রামাণিক শেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের উক্ত স্থানে পৌঁছালে বগুড়াগামী একটি মালবাহী ট্রাকের সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে ট্রাকটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাদু প্রামাণিক মারা যান। গুরুতর আহত আবু সাঈদকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিভে গেল কলেজছাত্রীর জীবন প্রদীপ
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
৩ বছর আগে