শিহাব শাহীন
ফারিণ-প্রীতম জুটির ‘কাছের মানুষ দূরে থুইয়া’
‘কাছের মানুষ দূরে থুইয়া’ একটি স্পর্শের গল্প।
জীবনের প্রয়োজনে দূরে যাওয়া আবার অনুভূতির আলোড়নে ফিরে আসার গল্প। পরস্পর থেকে হাজারও মাইল দূরে অবস্থানরত প্রেমিক–প্রেমিকার কষ্টের গল্প।
গত ২২ ফেব্রুয়ারি থেকে চরকিতে চলছে মিনিস্ট্রি অব লাভ-এর দ্বিতীয় সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। শিহাব শাহীনের পরিচালনায় এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ।
দুই ঘণ্টা ২৪ মিনিটের এই সিনেমায় আরও অভিনয় করেছেন- সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, শাহীন শাহনেওয়াজসহ আরও অনেকে।
আরও পড়ুন: ছোটপর্দায় একুশের বিশেষ আয়েজন
মুক্তির দুই দিনেই সামাজিক মাধ্যমগুলোতে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নিয়ে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া নেটিজেনদের মাঝে। এ ব্যাপারে পরিচালক শিহাব শাহীন বেশ উচ্ছ্বসিত।
গণমাধ্যমে পরিচালক বলেন, ‘ভালোবাসার গল্পে লং ডিস্ট্যান্স সম্পর্ক নিয়ে আমাদের এখান খুব কম কাজ হয়েছে। তাই ভালোবাসার এই দিকটা নিয়েই কাজ করেছি।’
তাসনিয়া ফারিণ অভিনয়ে এখন নিয়মিত মুখ। ‘কাছের মানুষ দূরে থুইয়া’-সিনেমার গল্প যেনো তার জীবনের সঙ্গে একদম মিলে যায়। দীর্ঘদিন লং ডিস্ট্যান্স রিলেশনশিপে থাকার পর কিছুদিন আগেই বিয়ে করেছেন ভালোবাসার মানুষকে। কাজটি করতে গিয়ে বেশ ইমোশনালও হয়েছেন ফারিণ।
সিনেমাটি নিয়ে ফারিণ বলেন, ‘কাছে মানুষ আমার খুব ভালোবাসার একটা কাজ। শিহাব ভাইয়ের সঙ্গে কাজ করাটা সব সময় ব্লেসিং-এর। দর্শক এখন সিনেমাটা দেখে পছন্দ করলে তবেই আমাদের সার্থকতা।’
প্রীতম হাসান গায়ক থেকে নায়ক হয়েছেন এই সিনেমায়।
অভিনয় নিয়ে তার পরিকল্পনা কী বা অভিনয়ে নিয়মিত হবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিনয়ে নিয়মিত হব কি না এটা ভাবার চেয়ে ভালো কাজ করার ভাবনা বেশি। অভিনয় তো খুব কম করা হয়। কম কাজই বেশি সময় নিয়ে করতে চাই। কাছের মানুষ দূরে থুইয়া আমার জন্য অন্যরকম ভালোবাসার কাজ। সিনেমাটা দেখে দর্শক আমাকে পছন্দ করছে, আমাদের কাজটা দেখছে এটাই প্রাপ্তি।’
সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শিহাব শাহীন নিজেই ও সঙ্গে ছিলেন- জাহান সুলতানা।
আরও পড়ুন: বন্দরনগরীতে আসছে জয় বাংলা কনসার্ট
এবার দর্শক আমাকে নতুনভাবে পাবে: সজল
৮ মাস আগে
ওয়েব ফিল্মে জুটি নিশো ও মেহজাবীন
আবারও নতুন ওয়েবফিল্ম নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন।
‘নীল জলের কাব্য’ শিরোনামে ওয়েবফিল্মটিতে জুটি বেঁধেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
এটি মুক্তি পাবে ১৬ নভেম্বর বিকেল ৩টায় আই স্ক্রিনের পর্দায়। এ উপলক্ষে বুধবার (১৫ নভেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন- সিনেমাটির সংশ্লিষ্ট অনেকে।
আরও পড়ুন: কারার ওই লৌহ কপাট বিতর্ক: অবশেষে ক্ষমা চাইলো টিম ‘পিপ্পা’
‘নীল জলের কাব্য’ সিনেমার গল্পে দেখা যাবে- নানির কাছে কক্সবাজারের গল্প শুনে সমুদ্র দেখার স্বপ্ন জাগে মেহজাবীনের। অনেকবার সমুদ্র দেখার বায়না করলেও মেয়ে বলে পরিবার থেকে অনুমতি পান না তিনি।
আফরান নিশোর সঙ্গে বিয়ের পর তিনি জানান, তাকে সমুদ্রে নিয়ে যেতে হবে। ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় তাদের অর্থনৈতিক সমস্যা। টাকা জমানোর পরিকল্পনা করলেও আসতে থাকে একের পর এক বাধা।
এভাবে এগিয়ে যায় সিনেমার ঘটনা।
সেখানে সবার উদ্দেশে শিহাব শাহীন বলেন, ‘এই ওয়েব ফিল্মের যখন শুটিং করি তখনও ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা আসেনি। পরে যখন ওটিটিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করি তখন ওয়েব ফিল্মের রূপ দেওয়া হয়।
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মেহজাবীন বলেন, ‘কোভিডের কারণে চারবার শুটিং বাতিল করতে হয়। মাঝে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। পরে আইস্ক্রিনের উদ্যোগে এটি নির্মাণ সম্পন্ন করতে পেরেছি। এটি এখন প্রচারের অপেক্ষায়, এজন্য ভালো লাগছে।’ প্রচারের পর দর্শকদের মতামতের অপেক্ষায় আছি।’
নিশো বলেন, ‘দীর্ঘদিনের ইচ্ছের গল্প এটি। তবে গল্পে নানা ঘটনা যুক্ত হবে। শুটিংয়ের মাঝে করোনা, এরপর কয়েক দফায় শুটিং শেষ করতে পেরেছি, কথা বলতে গিয়ে অনেক স্মৃতি মনে পড়ছে। যাই হোক অবশেষে এটি মুক্তি পাচ্ছে আশা করব দর্শকদের ভালো লাগবে।’
আরও পড়ুন: কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়
বিজয়ীদের হাতে উঠল জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২
১ বছর আগে
অপূর্ব-ফারিয়ার ‘যদি কিন্তু তবুও’ ওয়েব সিনেমা মুক্তি পাচ্ছে ১ এপ্রিল
জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া অভিনীত রোম্যান্টিক ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’ ওটিটি প্লাটফর্ম জি ফাইভে ১ এপ্রিল মুক্তি পাচ্ছে।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ গ্লোবাল বাংলাদেশের চতুর্থ স্থানীয় প্রযোজনা হিসেবে এটি মুক্তি দিতে চলেছে।
জাতীয় পুরস্কার বিজয়ী নির্মাতা শিহাব শাহীন সিনেমাটি পরিচালনা করেছেন। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও ফারিয়া। ইতোমধ্যে ছবির ট্রেইলার প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: জি-ফাইভে মুক্তি পেল দীর্ঘ প্রতিক্ষীত ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’
অভিজ্ঞতা শেয়ার করে পরিচালক শিহাব শাহীন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা গত দেড় বছর ধরে এই ছবিটি তৈরি করেছি। সিনেমার প্রাক-প্রযোজনা, প্রযোজনা এবং প্রযোজনা পরবর্তী পর্যায়গুলো যৌথভাবে বাংলাদেশ এবং ভারতের অভ্যন্তরে হয়েছে।’
তিনি বলেন, ‘এটি আমার প্রথম সিনেমাটিক প্রকল্প যা ১৯০টি দেশে বসবাসকারী ৩৫ কোটি বাঙালি দর্শকের জন্য মুক্তি দেয়া হবে।’
শাহীন বলেন, ‘আমরা প্রথমবারের মতো কোনো সিনেমায় অপূর্ব ও নুসরাত ফারিয়ার রোমান্টিক জুটি দেখতে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে দর্শকরা পর্দায় এই জুটির গল্প এবং অদেখা রসায়ন উপভোগ করবেন।’
‘আমি গর্বের সাথে বলতে পারি যে আমাদের বিশ্বব্যাপী বাঙালি দর্শকদের জন্য মানসম্পন্ন কনটেন্ট ছাড়িয়ে যাওয়া এমন একটি প্রকল্পের অংশ হতে পেরে খুব ভালো লাগছে,’বলেন তিনি।
আরও পড়ুন: বঙ্গ এবং নাগরিক টিভিতে তুর্কি ধারাবাহিক 'সহস্র এক রজনী'
সিনেমাটি রোমান্টিক ও কমেডি ঘরানার। বিয়ের আগেরদিন যখন বর-কনে সিদ্ধান্তহীনতায় ভোগে তখন আসলে পরিস্থিতি কেমন হতে পারে এই নিয়ে সিনেমার গল্প।
এতে অন্যান্যের মধ্যে তারিক আনাম খান, সাবেরী আলম, নাজিবা বাশার এবং আমান রেজা অভিনয় করেছেন।
৩ বছর আগে