বাঁধে ভাঙন
ভেঙে গেছে কুমিল্লার গোমতী প্রতিরক্ষা বাঁধ
অতি বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া নামক স্থান দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে।
বাঁধ ভাঙার বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, সন্ধ্যার পর থেকে ওই স্থানের নিচ দিয়ে পানি বের হচ্ছিল। স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু রাত পৌনে ১২টার দিকে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে। বাঁধের অন্তত ৩০০ ফুট ভেঙে গেছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরের শতাধিক এলাকায় ৬ লাখেরও মানুষ পানিবন্দি
এদিকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, বাঁধ ভেঙে যাওয়ার ফলে ষোলনল, পীরযাত্রা পুর ইউনিয়নসহ আশেপাশের বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হতে যাচ্ছে।
বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কায় সন্ধ্যা থেকেই লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে এলাকায় মাইকিং করা হয় বলে জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেন, ‘১৯৯৭ সালে গোমতীর পানি বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। কিন্তু গত দুই দিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভঙ্গ করে বৃহস্পতিবার বিকালে বিপৎসীমার ১১৩ সেন্টিমিটার অতিক্রম করে। গোমতী নদীর পানি বাড়ার বিগত ২৭ বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে।
আরও পড়ুন: ভয়াবহ বন্যায় ১০ জেলার ৩৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, মৃত্যু ২
২ মাস আগে
আশাশুনিতে রিংবাঁধ ভেঙে কয়েক গ্রামের মানুষ পানিবন্দি
সাতক্ষীরা উপকূলীয় এলাকায় ঘুর্ণিঝড় আম্পানে ক্ষগ্রিগ্রস্ত বেড়িবাঁধ গত ১১ মাসেও সংস্কার করা সম্ভব হয়নি। অসংখ্য জায়গায় ঝুকিপূর্ণ অবস্থা বিরাজ করছে। নদীতে একটু জোয়ার বাড়লেই বেড়িবাঁধ উপচে নদীর পানি লোকালয়ের দিকে ধেয়ে আসছে।
এদিকে ‘সুপার মুন’ পূর্ণিমার প্রবল আকর্ষণে সৃষ্ট জলোচ্ছ্বাসে আশাশুনির খেলপেটোয়া নদীর দয়ারঘাট-জেলেখালি এলাকায় বিকল্প রিংবাঁধ ভেঙে চারটি গ্রাম প্লাবিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আশাশুনি উপজেলা সদরের দয়ারঘাট, দক্ষিণপাড়া, আশাশুনি সদর, জেলেখালি, গাছতলা গ্রামের ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘেরে নদীর নোনাপানি ঢুকে পড়ে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাতভর ধসেপড়া বেড়িবাঁধ রক্ষার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
বুধবার একই এলাকা দিয়ে নদীর প্রবল জোয়ারের পানি লোকালয়ের দিকে ছুটে আসছে। একইভাবে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে কুড়িকাউনিয়া, হরিসখালি ও সুভদ্রকাটি গ্রাম প্লাবিত হয়েছে। ওইসব এলাকার ওপর দিয়ে নদীর উত্তল স্রোত প্রবাহিত হচ্ছে।
আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের পানিতে জেলেখালি-দয়ারঘাট রিংবাঁধ ভেঙে লোকালয়ে হু হু করে পানি ঢুকছে। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে শত চেষ্টা করেও ভাঙন ঠেকাতে পারেনি। এতে এলাকার মৎস্য ঘের, ঘর-বাড়ি নতুন করে প্লাবিত হতে শুরু করেছে। মাত্র কয়েকমাস আগে রিংবাঁধের নির্মাণ কাজ শেষ হয়। গত বছর ২০ মে সুপার সাইক্লোন আম্পানে আশাশুনির দশটি পয়েন্ট ভেঙে যায়। যার মধ্যে দয়ারঘাটও ছিল। তখন ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছিল। সেই ক্ষয়ক্ষতি ঠেকাতে বিকল্প রিংবাঁধ দেয়া হয়। স্থানীয় মানুষের দাবি ছিল ত্রাণ নয়, তারা চায় স্থায়ী বেড়িবাঁধ। তার রেশ কাটতে না কাটতেই বাঁধটি ভেঙে যাওয়ায় ফের নতুন করে এলাকার মানুষ দুর্দশায় পড়ল।
৩ বছর আগে