ট্যাব
চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল ৩৪৮ শিক্ষার্থী
চাঁদপুরের হাজীগঞ্জে ৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪৮ জন শিক্ষার্থী পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি করে ট্যাবলেট কম্পিউটার (ট্যাব)।
মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম)।
তিনি বলেন, এরাইতো গড়বে প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন শাহরাস্তি উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা মো. খলিলুর রহমান।
আরও পড়ুন: কুড়িগ্রামে সাড়ে ৪ লাখ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবগুলো মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য এই ট্যাবগুলো দেওয়া হয়েছে।
পরে ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪৮ জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু সাঈদ চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার সূনীর্মল দেউড়ি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিদ্যালয় শিক্ষকদের মধ্যে বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন ও শিক্ষার্থীর মধ্যে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নাঈম।
আরও পড়ুন: মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার আম উপহার
নরেন্দ্র মোদি ও সোনিয়া গান্ধীকে উপহার হিসেবে আম পাঠালেন শেখ হাসিনা
১ বছর আগে
চাঁদপুরে ৭২ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য চাঁদপুর পৌর এলাকার ১২ শিক্ষা প্রতিষ্ঠানের ৭২জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবগুলো পেয়েছে শিক্ষার্থীরা।
সোমবার (২৭ মার্চ) চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
আরও পড়ুন: স্বাবলম্বী জমির প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমি দিলেন অন্য গৃহহীনকে
সহকারী পরিসংখ্যান কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, পর্যায়ক্রমে জেলার প্রত্যেক উপজেলায় এই ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। প্রত্যেক উপজেলায় সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের (মাদরাসা ছাড়া) নবম ও দশম শ্রেণীর মেধাবী তিনজন করে ছয়জনকে এই ট্যাব দেয়া হবে।
অর্থাৎ নিজ প্রতিষ্ঠানে মেধাক্রমে এক থেকে তিন পর্যন্ত যেসব শিক্ষার্থী তারাই এই ট্যাব পাবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আজাদুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তারা।
আরও পড়ুন: খাগড়াছড়ির ভূমিহীনরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বান্দরবানের ২৩০ টি পাহাড়ি ভূমিহীন পরিবার পাচ্ছেন মাচাংঘর
১ বছর আগে
৬ জানুয়ারি থেকে ঢাকায় স্মার্টফোন ও ট্যাব মেলা
নতুন বছরের শুরুতেই হতে যাচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা। থাকছে ফাইভজি প্রযুক্তি নিয়ে চমক। ৬ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হবে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২’ নামের এ মেলা। তিন দিনব্যাপী এ মেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
করোনা পরিস্থিতির কারণে ২ বছর বিরতির পর আবার অনুষ্ঠিত হচ্ছে দেশের সাড়া জাগানো এ মেলা। স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে দেশে এটিই সবচেয়ে বড় আয়োজন।
সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ খান, টেলিটকের অ্যাসিসট্যান্ট ম্যানেজার মো. আবু হাসান মাসুদ, স্যামসাং মোবাইলের হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং ফজলুল মুসাইর চৌধুরি, ট্রানশন বাংলাদেশের হেড অফ মার্কেটিং মো. আসাদুজ্জামান, অপ্পো বাংলাদেশের হেড অফ মার্কেটিং মিস্টার লিউ ফ্যাং, ভিভো বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার তানজিব আহম্মেদ, রিয়েলমি বাংলাদেশের হেড অফ সেলস মুজাহিদুল ইসলাম, ডিএক্স গ্রুপের হেড অফ রিটেইল অপারেশনস জে এম হাসান সাইফ এবং হুয়াওয়ে টেকনলজিস বাংলাদেশ লিমিটেডের হেড অফ পাবলিক অ্যাফেয়ার্স এন্ড কমিউনিকেশন মিস্টার ইউওয়াইং উপস্থিত ছিলেন।
মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ খান জানান, মেলায় দর্শকরা ঢুকতে পারবেন বিনামূল্যে। তবে মাস্ক না পড়া অবস্থায় কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। প্রবেশদ্বারে তাপমাত্রা মেপে তা গ্রহণযোগ্য হলেই প্রবেশ করা যাবে মেলায়।
আরও পড়ুন: মার্চে বাণিজ্যিকভাবে ফাইভ-জি চালু হবে: মোস্তাফা জব্বার
টেলিটকের অ্যাসিসট্যান্ট ম্যানেজার মো. আবু হাসান মাসুদ বলেন, এই মেলায় সবার আগ্রহ থাকবে ফাইভজি অভিজ্ঞতা নেয়া। যেহেতু ফাইভজি দেশে এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং সাধারণ মানুষের কাছে ওভাবে পৌঁছায়নি। টেলিটকের এখন মাত্র ৬টি ফাইভজি বিটিএস চালু হয়েছে যেখানে খুব সীমিত পর্যায়ে ফাইভজি অভিজ্ঞতার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘এই মেলার মাধ্যমে অনেক বেশি সংখ্যক সাধারণ মানুষকে ফাইভজি অভিজ্ঞতা দেয়া যাবে’।
হুয়াওয়ে টেকনলজিস বাংলাদেশ লিমিটেডের হেড অফ পাবলিক অ্যাফেয়ার্স এন্ড কমিউনিকেশন মিস্টার ইউওয়াইং বলেন, ২০২১ সাল ডিজিটাল বাংলাদেশের জন্য মাইলফলক।
স্মার্টফোন ও ট্যাব এক্সপো ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমে অবদান রাখছে উল্লেখ করে তিনি বলেন, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশে ২২ বছর ধরে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় এর সকল অংশীদারদের সঙ্গে কাজ করে যেতে চায় হুয়াওয়ে টেকনোলজিস।
স্যামসাং মোবাইলের হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং ফজলুল মুসাইর চৌধুরী বলেন, মেলায় স্যামসাংয়ের পক্ষ থেকে ক্রেতাদের জন্য মূল্যছাড়সহ নানা আকর্ষণীয় উপহার থাকছে। শিক্ষার্থীদের জন্য বিশেষ অফার থাকছে। এছাড়া নতুন বছরের প্রথম হ্যান্ডসেট উম্মোচন করা হবে এই মেলায়।
‘স্যামসাংয়ের ফাইভজি হ্যান্ডসেটেও ফাইভজি অভিজ্ঞতা নেয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা’ উল্লেখ করেন তিনি।
ট্রানশন বাংলাদেশের হেড অফ মার্কেটিং মো. আসাদুজ্জামান বলেন, নতুন বছর ২০২২ সাল শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলার মতো দারুণ একটি আয়োজন দিয়ে। গ্রাহক অভিজ্ঞতা, প্রোডাক্ট উম্মাচনসহ সবকিছু মিলিয়ে এই মেলা অংশগ্রহণকারী ব্র্র্যান্ডগুলোর জন্য গুরুত্বপূর্ণ।
‘চমকপ্রদ নানা অফার নিয়ে মেলায় আসছে টেকনো’ বলেন তিনি।
অপ্পো বাংলাদেশের হেড অফ মার্কেটিং মিস্টার লিউ ফ্যাং বলেন, মেলায় নতুন বছরে অনেক চমক নিয়ে থাকবে অপো।
আরও পড়ুন: ‘ও ফ্যান’ ফেস্টিভ্যালের বিজয়ীদের নাম ঘোষণা, যাচ্ছেন দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে
ভিভো বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার তানজিব আহম্মেদ বলেন, বরাবরের মতো মেলায় তাদের বিশেষ অফার থাকছে। মেলায় এসে ক্রেতারা যে ছাড় বা উপহার পাবেন তা বাজারে পাওয়া যাবে না।
রিয়েলমি বাংলাদেশের হেড অফ সেলস মুজাহিদুল ইসলাম বলেন, রিয়েলমি তরুণদের ব্র্যান্ড। মেলায় রিয়েলমির ফাইভজি হ্যান্ডসেটে দর্শনার্থীরা ফাইভজি অভিজ্ঞতা নিতে পারবেন।
ডিএক্স গ্রুপের হেড অফ রিটেইল অপারেশনস জে এম হাসান সাইফ বলেন, তারা শাওমি ব্র্যান্ডের হ্যান্ডসেট আনছেন মেলায়। ক্রেতাদের জন্য শাওমির ফাইভজি হ্যান্ডসেটে তারা ছাড় ও বিশেষ উপহারও রাখছেন। এছাড়া তারা ক্যাশব্যাকও দেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সবসময়ের মতো এবারও দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ থাকছে এই মেলায়। স্যামসাং, অপ্পো, রিয়েলমি, শাওমি, টেকনো, ভিভো, ওয়ালটন, ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাবে এখানে। এছাড়া স্মার্টফোনের জন্য আনুষঙ্গিক গ্যাজেট ও এক্সেসরিজ নিয়ে থাকবে বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন।
মেলায় প্রথমবারের মতো থাকছে ৫জি এক্সপিরিয়েন্স জোন। মোবাইল অপারেটর টেলিটকের পরিচালনায় ও হুয়াওয়ে টেকনলজিস বাংলাদেশের কারিগরি সহায়তায় এই জোনে এসে দর্শকরা সরাসরি ৫জি অভিজ্ঞতা নিতে পারবেন।
এবারের মেলার পৃষ্ঠপোষকতায় রয়েছে মোবাইল ব্যান্ড স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি, টেকনো ও ডিএক্স। মেলার টেকনলজি পার্টনার হুয়াওয়ে। লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে ই-কুরিয়ার।
প্রদর্শনীর সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজ (www.facebook.com/STExpo/) এবং দেশের তথ্যপ্রযুক্তি বিষয়ক শীর্ষ নিউজ পোর্টাল টেকশহরডটকমে (techshohor.com) পাওয়া যাবে।
আরও পড়ুন: বৈশ্বিক বাজারে জিটি ২ সিরিজ নিয়ে আসছে রিয়েলমি, উন্মোচিত হলো ডিজাইন
২ বছর আগে
ওয়ালটনের বড় পর্দার নতুন ট্যাব ‘ওয়ালপ্যাড ১০পি’এখন বাজারে
দৃষ্টিনন্দন ডিজাইনের বড় পর্দার নতুন একটি ট্যাবলেট পিসি বাজারে এনেছে ওয়ালটন। ‘ওয়ালপ্যাড ১০পি’নামের নতুন এই ট্যাবের বিশেষ ফিচার হলো হাই রেজুলেশনের ডিসপ্লে, শক্তিশালী র্যাম-রম ও ব্যাটারি। মাল্টিটাস্কিং এই ট্যাবে একইসঙ্গে গ্রাহকরা পাবেন মোবাইল ফোন এবং ল্যাপটপের নানা সুবিধা।
ট্যাবটির দাম ১৭ হাজার ৯০০ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুম থেকে কেনা যাবে এই ট্যাব। কালো রঙের ট্যাবটিতে থাকছে ১ বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।
আরও পড়ুন: বাজারে আসছে রিয়েলমি নারজো ৩০এ, শুরু হচ্ছে গেমিং চ্যাম্পিয়নশিপ
ওয়ালটন ডিজি-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কম্পিউটার পণ্যের সিইও মো. লিয়াকত আলী জানান, দারুণ সব ফিচার সমৃদ্ধ ‘ওয়ালপ্যাড ১০পি’ আধুনিক জীবনযাপনে যোগ করবে নতুন মাত্রা। এই ট্যাবে আছে ১৯২০ বাই ১২০০ পিক্সেলের ১০.৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। ক্যাপাসিটিভ ১০ পয়েন্ট টাচ স্ক্রিনের ফলে প্রয়োজনীয় কাজের পাশাপাশি বিনোদন উপভোগেও ব্যবহারকারী পাবেন নতুন অভিজ্ঞতা। ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন ক্লাস, বই পড়া, গেম খেলা, মুভি দেখাসহ অন্যান্য কাজ হবে সহজ ও আনন্দদায়ক।
বিশেষ করে যারা বেশি ভ্রমণ করেন, তাদের অফিশিয়াল কাজ ও বিনোদনের জন্য আদর্শ এই ট্যাব।
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবের দ্রুতগতি নিশ্চিত করতে আছে ২.০ গিগাহার্টজ গতির হেলিও পি৬০ ১২ ন্যানোমিটার অক্টা কোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৪ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র্যাম। গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে এআরএম মালি-জি৭২০। ফলে ফুল এইচডি মানের ভিডিও দেখা এবং গেমিং হবে আরও বেশি উপভোগ্য।
আরও পড়ুন: অভিনব প্রযুক্তির সাথে বাজারে এলো গ্যালাক্সি এ৫২ ও এ৭২
ট্যাবটির ইন্টারনাল মেমোরি ১২৮ গিগাবাইটের। এক্সটারনাল কার্ডের মাধ্যমে আরও ২৫৬ গিগাবাইট পর্যন্ত বর্ধিত মেমোরি ব্যবহার করা যাবে। ফলে অনেক বেশি ডকুমেন্ট, ভিডিও, ছবি, মিউজিক, অ্যাপ ইত্যাদি সংরক্ষণ করা সম্ভব হবে।
ওয়ালটনের নতুন এই ট্যাবের পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফলে ছবি বা ভিডিও হবে স্পষ্ট ও নিখুঁত। পেছনের ক্যামেরায় ফুল এইচডি এবং সামনের ক্যামেরায় এইচডি মানের ভিডিও ধারণ করা যাবে।
ওয়ালটনের নতুন এই ট্যাবে আছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার লি পলিমার ব্যাটারি। ফলে দীর্ঘক্ষণ কাজ করা বা ভিডিও দেখা যাবে অনায়াসেই। এতে টাইপ-সি চার্জিং সুবিধা থাকায় অল্প সময়ে সহজেই ব্যাটারি চার্জ দেয়া যাবে।
দ্রুতগতিসম্পন্ন ফোরজি ইন্টারনেট ব্যবহার ও কল করার জন্য ট্যাবটিতে রয়েছে ডুয়াল হাইব্রিড সিম স্লট। মাল্টিমিডিয়া হিসেবে আছে ফুল এইচডি মানের ভিডিও দেখার সুযোগ ও ক্যামকর্ডার এবং রেকর্ডিংসহ এফএম রেডিও।
আরও পড়ুন: বাজারে আসছে ১০৮ মেগাপিক্সেলের রিয়েলমি ৮ প্রো
কানেক্টিভিটি হিসেবে রয়েছে ২.৪ এবং ৫ গিগাহার্টজ ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.২, ল্যান হটস্পট, ওটিএ, ওটিজি, জিপিএস নেভিগেশন, জি-সেন্সর, লাইট সেন্সর, প্রোক্সিমিটি ইত্যাদি।
নতুন এই ওয়ালপ্যাডের থিকনেস মাত্র ৮.৩ মিলিমিটার। এর দৈর্ঘ্য ২৫৮.৩ মিলিমিটার। ১৫৯.৪ মিলিমিটার চওড়া ব্যাটারিসহ ট্যাবটির ওজন মাত্র ৫১০ গ্রাম। ফলে যে কোনো জায়গায় সহজেই বহন করা যাবে।
৩ বছর আগে