প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত
ঢাকায় আসছেন জন কেরি
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি আগামী ৯ এপ্রিল ঢাকায় আসবেন।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ইউএনবিকে কেরির ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘জলবায়ু শীর্ষ সম্মেলনে’ অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন তিনি, বলেন মোমেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৪০ জন বিশ্ব নেতাকে এ সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন।
ভার্চুয়াল এই সম্মেলন সরাসরি সম্প্রচার করা হবে।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ-মার্কিন সহযোগিতা নিয়ে কেরি-মোমেনের ফোনালাপ
৩ বছর আগে