শিশু সন্তানকে হত্যা
সাতক্ষীরার ২ শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মা ও তার দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার লাঙলঝাড়া গ্রামে একই কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। বুধবার রাতে কোন এক সময়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাঙলঝাড়া গ্রামের শিমুল হোসেনের স্ত্রী মাহফুজা খাতুন ও তাদের ছেলে মাহফুজ রহমান (৯) ও মোহনা (৫)।
আরও পড়ুন: ছোট ভাইকে হত্যার পর সাতক্ষীরায় বড় ভাইয়ের ‘আত্মহত্যা’
শিমুলের বাবা আব্দার আলী বলেন, তিন দিন (গত সোমবার) আগে খেলা করার সময় স্থানীয় লাল্টুর ছেলে হৃদয় (১৪) শিশু মোহনাকে যৌন নির্যাতন করে। মোহনা বিষয়টি বাড়িতে এসে তার মা মাহফজা খাতুনকে জানালে মা মাহফুজা খাতুন স্থানীয় ইউপি সদস্য সাফিজুলের কাছে শ্লীলতাহানির বিচার চান। তখন সাফিজুল সামনে নির্বাচন উল্লেখ করে কয়েকদিন পরে বিচারের আশ্বাস দেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলামকে জানালে তিনি মামলার পরামর্শ দেন। পরে মাহফুজা আমার কাছে (আব্দার আলীর কাছে ) মামলা করার কথা বললে আমি বলি, আমরা গরীব মানুষ, মামলার খরচ চালাবো কীভাবে।
বৃহস্পতিবার সকালে তিনি (আব্দার আলী) কাজে গেলে মাহফুজা দুই সন্তানকে মেরে নিজেও আত্মহত্যা করেছে বলে তিনি জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: সাতক্ষীরায় গরুর ক্ষুরারোগে দুশ্চিন্তায় খামারিরা, ১৫ দিনে ১৮ গরুর মৃত্যু
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, মাহফুজা খাতুন গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে তিনি তার দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশের ধারণা।
তিনি জানান, তার স্বামী বাগেরহাটে থাকেন। বেশ কিছুদিন ধরে স্বামীর সাথে মাহফুজার পারিবারিক কলহ চলছিল। পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য কোন ঘটনার আছে কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে। ঘটনা জানার পর বাগেরহাট থেকে তার স্বামী বাড়িতে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কি কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা এখনি নিশ্চিত করে বলা যাবে না। লাশের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি জানা যাবে। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভারতে পাচারের সময় সাতক্ষীরায় স্বর্ণসহ যুবক আটক
ওসি বলেন, ‘শ্লীলতাহানির ঘটনার কথা এখনও আমরা জানতে পারেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
৩ বছর আগে