আইজিপি ড. বেনজির আহমেদ
রাজনীতির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে দেয়া হবে না: আইজিপি
রাজনীতির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি ড. বেনজির আহমেদ।
তিনি বলেন, ‘মাদরাসায় এতিম শিশু ও দরিদ্র পরিবারের সন্তানদের দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। রাজনীতি করার সবার অধিকার কাছে। কিন্তু রাজনীতির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে দেয়া হবে না।’
আরও পড়ুন:স্বাধীনতার চেতনাকে প্রজন্মের পর প্রজন্ম ধারণ করতে হবে: আইজিপি
বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা প্রশাসনের সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বেনজির আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার হামলার ঘটনায় তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এ ব্যাপারে প্রত্যেকটি ঘটনার বিচার হওয়া উচিত।
তিনি বলেন, ‘পুলিশের কাছে ভিডিও ফুটেজ ও স্টিল ছবি আছে। ভিডিও ফুটেজ আর স্টিল ছবি দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে দেশপ্রেম প্রকাশ করুন: আইজিপি
‘ব্রাহ্মণবাড়িয়াবাসীর ভয় পাওয়ার কিছু নেই। দেশের সকল মানুষ তাদের সাথে আছে। যারাই এ ধরণের ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার ভয়াবহ তাণ্ডবে যে নৃশংসতা চালানো হয়েছে সে ঘটনার নিন্দা জানানোর ভাষাও আমাদের নেই,’ বলেন আইজিপি
এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের নৃশংস হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করলেন পুলিশের আইজিপি
তিনি প্রেস ক্লাবে এসে হামলায় আহত প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি হেফাজতের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান করেন।
এ সময় পুলিশ প্রধানের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের স্পেশাল শাখার প্রধান মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন,জেলা প্রশাসক হায়াদ উদ দৌলা খান ও পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
৩ বছর আগে