জাতীয় প্রেসক্লাব
জাতীয় প্রেসক্লাবে জমজমাট ফল উৎসব ও বাউল গানের আসর
রকমারি দেশি ফলের সম্ভার ও জমকালো বাউল গানের আয়োজনে শুক্রবার (২৩ জুন) জাতীয় প্রেসক্লাব ছিল উৎসবমুখর।
তাই ফল উৎসব উপলক্ষে সমবেত হয়েছিলেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। প্রায় ৪০ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মনোরম একটি অনুষ্ঠান ছিল এটি।
অনুষ্ঠান উদ্বোধন সূচিত হয় জাতীয় প্রেসক্লাব থিম সং ‘প্রেসক্লাব আমাদের সেকেন্ড হোম’- পরিবেশনার মধ্যদিয়ে।
এরপর উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক সীমান্ত খোকন।
ফল উৎসবে গান পরিবেশন করেন পল্লী বাউল সমাজ উন্নয়ন সংস্থার শিল্পী নয়ন বাউল ও তার দল।
অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কল্যাণ সাহা, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, জুলহাস আলম, মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।
দেশি ফলের সম্ভারের মধ্যে ছিল- আম্রপালি, হাঁড়িভাঙ্গা, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকী, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, অরবরই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, জামরুল, তাল, আপেল, জাম্বুরা, লিচু, কাঠ লিচু, বিলাতি গাব ও জাম ইত্যাদি।
সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব এবং বাউল গান উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বোরোর বাম্পার ফলন, দামে খুশি কৃষক
চুয়াডাঙ্গায় ৫৩ পদের ফল নিয়ে উৎসব পালন
১ বছর আগে
বিএনপির ১০ দফার মূল দাবি সরকারের পতন: মোশাররফ
বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তাদের দলের ১০ দফার মূল দাবি সরকারের পতন ঘটানো।
তিনি বলেন, ‘সরকার দেশকে যে পরিস্থিতি নিয়েছে সেখান থেকে দেশকে বাঁচাতে আমরা ১০ দফা ঘোষণা করেছি..আসলে ১০ দফার মূল পয়েন্ট হলো সরকারের পতন। এই সরকারের পতন করতে পারলে ১০ দফার সবগুলো পূরণ হবে।’
আরও পড়ুন: বিএনপি কার্যালয়ে পুলিশ লুটপাট, ভাংচুর করেছে: খন্দকার মোশাররফ
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের জনগণ ইতোমধ্যে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলও বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ হচ্ছে।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমি এখানে (মিটিংয়ে) শুনেছি যে ১১-দলীয় জাতীয়তাবাদী জোট যাত্রা শুরু করেছে। এর আগে ১২টি দল জোট গঠন করে ঘোষণা দেয় এই সরকারের দুঃশাসন থেকে দেশকে বাঁচাবে। এভাবেই গণতন্ত্র মঞ্চ গঠিত হয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি বিরোধী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, ১০ দফা কোনো দলের দাবি নয়, জনগণের দাবি। ‘দেয়ালে পিঠ ঠেকে গেছে, রাস্তায় নামা ছাড়া আর কোনও উপায় নেই মানুষের।’
তিনি বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশের সমস্যা সমাধানে সমাজের সর্বস্তরের জনগণ ও সব গণতান্ত্রিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অভিযানের নামে গত ১৫ দিনে সারাদেশে প্রায় ২৪ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতা।
মির্জা ফখরুলসহ গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের মুক্তি দিতে সরকারের কাছে দাবি জানান তিনি।
আরও পড়ুন: রাজনৈতিক, অর্থনৈতিক সংকট মোকাবিলায় আ.লীগ সরকারকে 'অবশ্যই' ক্ষমতাচ্যুত করতে হবে: মোশাররফ
১০ ডিসেম্বর জনগণের জয়, পরাজিত সরকার: মোশাররফ
১ বছর আগে
জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান আর নেই
দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদ সোমবার ভোরে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
৩ বছর আগে
১৭ অক্টোবর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভা ডেকেছেন ড. কামাল
গণফোরামের বিদ্রোহীদের বর্ধিত সভার পর আগামী ১৭ অক্টোবর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভা ডেকেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন।
৪ বছর আগে
জাতীয় প্রেসক্লাবে বিডি সমাচারের ২য় বর্ষপূর্তি উদযাপন
অনলাইন নিউজ পোর্টাল বিডিসমাচার টুয়েন্টিফোর ডটকম (bdsomachar24.) এর ২য় বর্ষপূর্তি এবং ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ বছর আগে
উন্নয়নে ও অর্জনে একটিই নাম শেখ হাসিনা: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির সংকটে, সংগ্রামে, উন্নয়নে, অর্জনে দেশের মানুষের পাশে ও নেতৃত্বে একটিই নাম শেখ হাসিনা।
৪ বছর আগে
শিক্ষার্থীদের মেস ভাড়া অর্ধেক করার দাবি ছাত্র ফেডারেশনের
করোনা মহামারি ও সংকটে মেসে থাকা আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের চরম দুর্ভোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীদের মেস ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে ছাত্র ফেডারেশন।
৪ বছর আগে
ডিকাবের সভাপতি মন্টি, সাধারণ সম্পাদক তৌহিদুর
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) ২০২০ সালের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আঙ্গুর নাহার মন্টি (নিউজ ২৪) এবং সাধারণ সম্পাদক পদে তৌহিদুর রহমান (বাংলানিউজ২৪ডটকম)।
৪ বছর আগে