খুবির সব কার্যক্রম বন্ধ
খুবির সব কার্যক্রম ২২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি প্রজ্ঞাপন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চিঠির পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে বৃহস্পতিবার উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রয়োজনে সপ্তাহে দু’দিন (রবি ও বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রেজিস্ট্রার কার্যালয় স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (পানি, বিদ্যুৎ, স্বাস্থ্য, এস্টেট ও নিরাপত্তা শাখা) যথারীতি চালু থাকবে। এছাড়া প্রয়োজনে শিক্ষার্থীদের ক্লাসসমূহ অনলাইনে চালু রাখা যাবে এবং শিক্ষার্থীদের চলমান গবেষণা কার্যক্রম নিজ নিজ সুপারভাইজারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ব্যবহার করলে নিজ নিজ সুপারভাইজার শিক্ষার্থীদের তালিকা ছাত্র বিষয়ক পরিচালককে পাঠাবেন।
আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে শাস্তি
ফুলে ফুলে ভরে গেছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কার্যক্রম আগের মতো (করোনাকালীন) যথারীতি চালু থাকবে এবং চিকিৎসকরা অনকল ডিউটিতে থাকবেন। ছুটিকালীন সবাইকে স্টেশনে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে।
সভায় ট্রেজারার, ডিন ও ছাত্রবিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনে সমর্থনের অভিযোগে খুবির ৪ শিক্ষককে শোকজ
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্যগুলো জানানো হয়েছে।
আরও পড়ুন: গলায় ফাঁস দিয়ে খুবি শিক্ষার্থীর আত্মহত্যা
৩ বছর আগে