খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)
ঘূর্ণিঝড় মোখা: খুবি ও খুকৃবিতে রবিবার সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের আলোকে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবজনিত কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব ডিসিপ্লিনের পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম রবিবার (১৪ মে) বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে অফিস যথারীতি চালু থাকবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে রবিবার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশে রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ারের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি চালু থাকবে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: ছয় শিক্ষাবোর্ডের ১৪ ও ১৫ মে’র এসএসসি পরীক্ষা স্থগিত
ঘূর্ণিঝড় মোখা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোর রবিবারের পরীক্ষা স্থগিত
১ বছর আগে
খুবিতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুক্রবার জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সশরীরে শিক্ষা কার্যক্রম আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা ওই সময় (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে প্রথম বর্ষের রেজিস্ট্রেশন ও শূন্য আসনে ভর্তিও বন্ধ থাকবে। এ ব্যাপারে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।
আরও পড়ুন: খুবিতে বর্ধিত বেতন-ফি প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সীমিত পরিসরে অফিসসমূহ চলবে। তবে জরুরি সেবাসমূহ (বিদ্যুৎ, পানি, মেডিকেল, নিরাপত্তা, এস্টেট, ইন্টারনেট, আইসিটি ইত্যাদি) যথারীতি চালু থাকবে।
করোনাভাইরাস সংক্রমণের কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জরুরি এক সভা উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে শুক্রবার বিকাল ৪টায় অনলাইনে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: খুলনায় ‘নব্য জেএমবি সদস্য’ সন্দেহে খুবির ২ ছাত্র আটক
সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট ও পরিচালকরা সংযুক্ত ছিলেন।
২ বছর আগে
খুবিতে সশরীরে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ জানুয়ারি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস আগামী ৩০ জানুয়ারি থেকে সশরীরে শুরু হবে। এছাড়া আগামী ১৬ জানুয়ারি থেকে অন্যান্য সব বর্ষের প্রথম টার্মের ক্লাস সশরীরে শুরু হবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের পুরাতন সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনে সমর্থনের অভিযোগে খুবির ৪ শিক্ষককে শোকজ
তবে করোনা পরিস্থিতি বিবেচনা ও সরকারের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের প্রায় শতভাগ করোনা টিকার প্রথম ডোজ সম্পন্ন করছে। উপাচার্য শিক্ষার্থীদের মধ্যে যাদের দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ বাকি আছে তাদের দ্রুত টিকা নেয়ার গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন।
আরও পড়ুন: খুলনায় ‘নব্য জেএমবি সদস্য’ সন্দেহে খুবির ২ ছাত্র আটক
উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও বিভিন্ন স্কুলের ডিনরা।
২ বছর আগে
খুবির সব কার্যক্রম ২২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি প্রজ্ঞাপন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চিঠির পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে বৃহস্পতিবার উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রয়োজনে সপ্তাহে দু’দিন (রবি ও বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রেজিস্ট্রার কার্যালয় স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (পানি, বিদ্যুৎ, স্বাস্থ্য, এস্টেট ও নিরাপত্তা শাখা) যথারীতি চালু থাকবে। এছাড়া প্রয়োজনে শিক্ষার্থীদের ক্লাসসমূহ অনলাইনে চালু রাখা যাবে এবং শিক্ষার্থীদের চলমান গবেষণা কার্যক্রম নিজ নিজ সুপারভাইজারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ব্যবহার করলে নিজ নিজ সুপারভাইজার শিক্ষার্থীদের তালিকা ছাত্র বিষয়ক পরিচালককে পাঠাবেন।
আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে শাস্তি
ফুলে ফুলে ভরে গেছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কার্যক্রম আগের মতো (করোনাকালীন) যথারীতি চালু থাকবে এবং চিকিৎসকরা অনকল ডিউটিতে থাকবেন। ছুটিকালীন সবাইকে স্টেশনে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে।
সভায় ট্রেজারার, ডিন ও ছাত্রবিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনে সমর্থনের অভিযোগে খুবির ৪ শিক্ষককে শোকজ
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্যগুলো জানানো হয়েছে।
আরও পড়ুন: গলায় ফাঁস দিয়ে খুবি শিক্ষার্থীর আত্মহত্যা
৩ বছর আগে