ঝুটের গোডাউন
গাজীপুরে আগুনে পুড়েছে ৩টি ঝুটের গোডাউন
গাজীপুরের মনিপুরে আগুনে পুড়ে গেছে ৩টি ঝুটের গোডাউনের মালামাল। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার দিবাগত রাত (৩ মার্চ) সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গাজীপুরের পিরুজালী ইউনিয়নের মনিপুর এলাকায় রাত সোয়া ২টার দিকে একটি ঝুট গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আরও দুটি গোডাউনে।
আরও পড়ুন: নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
তিনি আরও বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নির্বাপনের কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণ আসে।
এ সময় আগুনে পুড়ে যায় ৩টি ঝুটের গোডাউনের মালামাল। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।
আরও পড়ুন: নওগাঁয় আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামে নির্মাণাধীন হিমাগারে আগুন
৯ মাস আগে
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুর মহানগরের দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। যা দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
বুধবার সকাল সাড়ে ৭টার সময় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
নগরের ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গোডাউনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিবিএলের এক ইউনিট ও জয়দেবপুরের দুই ইউনিটসহ মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি।
উল্লেখ্য, দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে কাপড়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
গাইবান্ধায় পাটের গুদামে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
বাংলামোটরে সেন্টমার্টিন পরিবহনের বাসে আগুন
১ বছর আগে
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় বুধবার (২২ জুন) ভোরে আগুন লেগে পুড়ে গেছে কয়েকটি গোডাউনের ঝুট মালামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরাজ ইসলাম জানান, ভোর পৌনে ৫টার দিকে ওই ঝুট গুদামে আগুন আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে এই কর্মকর্তা জানিয়েছেন।
পড়ুন: বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে
পেট্রাপোল বন্দরে আগুন লেগে পণ্যসহ ৩টি ট্রাক ভস্মীভূত
২ বছর আগে
গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার রাত ১১টার দিকে কোনাবাড়ীর দেউলিয়া বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: রাজশাহীতে শতাধিক পানের বরজ আগুনে পুড়ে ছাই
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, নগরের কোনাবাড়ী থানা দেউলিয়া বাড়ি এলাকার ফারুক হোসেনের ঝুট মালামালের গোডাউনে আগুন লেগে পাশের গোডাউনে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।
তিনি আরও জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: ভগ্নিপতির দেয়া আগুনে ভাই-বোন দগ্ধ: বোনের মৃত্যু
২ বছর আগে
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরের মাজুখান এলাকায় রবিবার ঝুট মালামালের গোডাউনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনে অন্তত ২০ গোডাউনের মালামাল পুড়ে গেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার উৎপত্তি এখনো জানা যায়নি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন: বিয়েতে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে আগুনে ঝলসে দিল বখাটে
বনানীতে ফের আগুন, ২ কিশোরী নিহত
৩ বছর আগে
আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
সাভারের আশুলিয়ায় ভয়াবহ আগুনে একটি ঝুটের গোডাউন পুড়ে গেছে।
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বেরণ এলাকার ব্যবসায়ী আকবর হোসেন মৃধার ঝুটের গোডাউনে শনিবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে ওই ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। এ সময় আগুনে পুরো ঝুটের গোডাউনটি পুরে যায়। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: রাজশাহীতে তুলার গোডাউনে আগুন
ফায়ার সার্ভিস জানায়, কিভাবে ওই ঝুটের গোডাউনে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আগুনে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঝুটের গোডাউনের মালিক আকবর হোসেন মৃধা।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে শিশুসহ ৭ জনের মৃত্যু
আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন:উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
ফরিদপুরের করিম জুট মিলে আগুন
৩ বছর আগে