হজ্জ
করোনা মহামারির মধ্যেই হজ্জের আনুষ্ঠানিকতা শুরু
করোনা ভাইরাসের টিকা প্রাপ্ত কয়েক হাজার মুসল্লি নিয়ে মুসলমানদের পবিত্র নগরী মক্কায় শুরু হয়েছে মুসলমানদের পবিত্র হজ্জ। সামাজিক দূরত্ব এবং মাস্ক পরিধানের মধ্য দিয়ে করোনা মহামারির মধ্যেই দ্বিতীয়বারের মতো হজ্জ অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার থেকে হজ্জের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ সৌদি হজ্জ বিষয়ক মন্ত্রীর সাথে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর বৈঠক
এই বছর করোনা মহামারি সংক্রমণের কথা মাথায় রেখে সৌদি কর্তৃপক্ষ হজ্জে শুধুমাত্র ৬০ হাজার সৌদি জনগণ এবং দেশটিতে বসবাসকারী করোনার টিকাপ্রাপ্ত বাসিন্দাদের অংশগ্রহণের সুযোগ দিয়েছে।
যদিও সৌদি আরব হজ্জের আয়োজন করছে, তবে ভ্যাকসিন, পাসপোর্ট, ভ্যাকসিন হার ইত্যাদি ব্যাপারে সুনির্দিষ্ট কোনও রূপরেখা প্রদান করেনি দেশটি।
আরও পড়ুনঃ হজ্জ ব্যবস্থাপনায় নতুন আইন করতে সংসদে বিল উত্থাপন
এইবার হজ্জ পালনকারীদের একধরনের ‘স্মার্ট ব্রেসলেট’ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে হাজীদের শরীরে অক্সিজেনের মাত্রা, ভ্যাকসিন ডাটা জানা যাবে এবং হাজীরা তাদের প্রয়োজনীয় সাহায্য গ্রহণ করতে পারবেন।
এছাড়া দিনের মধ্যে কয়েকবার করে কাবা প্রাঙ্গন ও আশেপাশের এলাকা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হচ্ছে।
অলিস গুল নামে কাবার এক পরিচ্ছন্নতাকর্মী জানিয়েছেন, প্রত্যেকটি শিফটে ২-৩ বার করে ফ্লোর সেনিটাইজ এবং তরল পরিষ্কারক দিয়ে পরিষ্কার করা হচ্ছে।
৩ বছর আগে
সৌদিতে বাংলাদেশি কর্মীদের কোয়ারেন্টাইন থেকে অব্যাহতির অনুরোধ ঢাকার
বাংলাদেশের শ্রমিকরা দেশে কোয়ারেন্টাইন শেষে সৌদি আরব গমন করলে সেদেশে কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার পর সাতদিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হয়।
শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে ফোন আলাপকালে এ অনুরোধ করেন। এক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের খরচ সাশ্রয় হবে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
এসময় বিষয়টি বিবেচনার করা হবে বলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন।
আরও পড়ুনঃ সৌদিগামী প্রবাসীরা কোয়ারেন্টাইনের খরচ পাবেন ব্যাংকে
করোনা মহামারির মধ্যেও বাংলাদেশি শ্রমিকের সৌদি গমনে অনুমতি প্রদানের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান ড. মোমেন।
এসময় ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, এবছর করোনা মহামারির কারণে অন্য দেশ থেকে কোন ব্যক্তি সৌদি আরবে গিয়ে হজ্জ পালন করার সুযোগ পাবেন না। তবে সৌদিতে অবস্থানরত সৌদি নাগরিকের পাশাপাশি অন্য দেশের নাগরিকরাও হজ্জ পালনের সুযোগ পাবেন।
ড. মোমেন বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেদেশে নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে। এ বিষয়ে তিনি সৌদি আবরের সহযোগিতা কামনা করেন।
ফোনালাপকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের করবেন বলে জানান।
৩ বছর আগে
হজ্জ ব্যবস্থাপনায় নতুন আইন করতে সংসদে বিল উত্থাপন
অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে রবিবার হজ্জ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল ২০২১ সংসদে উত্থাপন করা হয়েছে।
ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিলটি সংসদে উত্থাপন করেন এবং ৪০ দিনের মধ্যে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
দেখা গেছে, সরকার যখনই কোন হজ্জ এজেন্সির বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তখনই এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে আসা হয়। তাই হজ্জ এজেন্সি পরিচালনার জন্য একটি আইনি কাঠামো প্রয়োজন। প্রস্তাবিত আইনের আওতায় নিবন্ধন না থাকলে কেউ হজ্জযাত্রী নিতে পারবে না এবং নিবন্ধনকৃত এজেন্সিদের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: আ’লীগের সংসদ সদস্য আসলামুল হক মারা গেছেন
উত্থাপিত বিল অনুযায়ী, যে কোনো হজ্জ ও ওমরাহ এজেন্সির অসঙ্গতিপূর্ণ কার্যক্রমের জন্য নিবন্ধন বাতিল করা যেতে পারে।
এছাড়াও অনিয়মের জন্য একটি হজ এজেন্সিকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা এবং ওমরাহ এজেন্সিকে ১৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে।
আরও পড়ুন: চলতি সংসদের ১২তম অধিবেশন মুলতবি
বিলে বলা হয়, কোনো এজেন্সি যদি পর পর দুই বছর তিরষ্কৃত হয় তাহলে এজেন্সির নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে। এছাড়াও হজ্জ ও ওমরাহ এজেন্সির সংঘটিত ফৌজদারি অপরাধের বিরুদ্ধে মামলা করা যেতে পারে।
আরও পড়ুন: চলতি সংসদের ১২তম অধিবেশন শুরু
নতুন আইনটি কার্যকর হওয়ার পর যদি কোনো বাংলাদেশি সৌদি আরবে হজ্জ-সংক্রান্ত অনিয়মের সাথে জড়িত হন, তাহলে ওই অপরাধ বাংলাদেশে হয়েছে বলে গণ্য হবে এবং এর বিরুদ্ধে ফৌজদারি ও প্রশাসনিক পদক্ষেপসহ আইনি পদক্ষেপ নেয়া যাবে।
৩ বছর আগে