ভাঙচুরে
ভাঙচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী
ইসলামের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রবিবার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘ধর্মের নামে জনগণ ইসলামবিরোধী কোন কার্যক্রম গ্রহণ করবে না। কয়েক জনের জন্য ইসলামের অপমান সহ্য করা হবে না। আমি দেশের মানুষকে ধৈর্য ধরতে বলব, সবাইকে ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে।’
আরও পড়ুন: করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালন করুন: প্রধানমন্ত্রী
একাদশ সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
হেফাজতে ইসলামের সাম্প্রতিক কর্মকাণ্ড, ভাঙচুর সম্পর্কে তিনি বলেন, তারা তাদের ধ্বংসাত্মক ও অসামাজিক কার্যকলাপের মাধ্যমে পবিত্র ধর্মকে পুরোপুরি ধ্বংস করছে।
তিনি বলেন, ‘তাদের কর্মকাণ্ডের কারণে অনেক লোক প্রাণ হারায়, এমনকি ২৬ মার্চও বহু লোক প্রাণ হারিয়েছে, এর জন্য তারাই (হেফাজত) পুরোপুরি দায়ী।’
আরও পড়ুন: হেফাজতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি শেখ সেলিমের
হেফাজতের পেছনে বিএনপি ও জামায়াত রয়েছে বলে শেখ হাসিনা অভিযোগ করেন।
তিনি বলেন, ‘হেফাজত একা নয়, বিএনপি ও জামায়াত তাদের সাথে রয়েছে।’
৩ বছর আগে