অফিস সময়সীমা
রমজানে অফিসের সময়সীমা নির্ধারণ
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সরকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের সময়সীমা সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: রমজানের আগেই খুলনায় নিত্যপণ্যের বাজার চড়া
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বাংলাদেশ সচিবালয়ের বৈঠকে যোগ দেন।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘রমজানে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। যোহরের নামাজের জন্য সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।’
আরও পড়ুন: নিত্য পণ্যের বাজার এখন নিয়ন্ত্রণের বাইরে: জিএম কাদের
তিনি বলেন, ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ রেলওয়ে, ফায়ার সার্ভিস, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প ও কারখানা, অন্যান্য সংস্থা এবং সুপ্রিম কোর্টের মতো জরুরি পরিষেবাগুলির সাথে জড়িত এজেন্সিগুলো রমজানের জন্য তাদের বিধি এবং জনস্বার্থ বিবেচনা করে অফিস সময় নির্ধারণ করবে।
আরও পড়ুন: রমজানে দরিদ্র ও দুস্থতের জন্য ১২১ কোটি টাকা বরাদ্দ
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, রমজানের সময় শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।
এ বছর বাংলাদেশে পবিত্র রমজান ১২ এপ্রিল থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩ বছর আগে