হামলার শিকার ইউএনও
কুয়াকাটায় লকডাউন প্রচারণায় হামলার শিকার ইউএনও
কুয়াকাটায় করোনকালীন চলমান লকডাউন নিয়ে জনসচেতনতামূলক প্রচারণাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নিয়ে তোপের মুখে পড়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসনাত মো. শহীদুল হক।
এ সময় পুলিশের সাথে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ইউএনও গাড়িসহ অবরুদ্ধ ও হামলার শিকার হন।
আরও পড়ুন: সালথায় রণক্ষেত্র: নিহত এক, আটক ৩
সোমবার রাত পৌনে ৮টার সময় শুরু হওয়া এ ঘটনায় ট্যুরিস্ট পুলিশের পাশপাশি মহিপুর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, পুলিশি সহায়তায় অবরুদ্ধ ইউএনও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অফিসে আশ্রয় নিতে বাধ্য হন বলে ইউএনও দাবি করেছেন।
আরও পড়ুন: সালথায় রণক্ষেত্র
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. শহীদুল হক জানান, করোনকালীন চলমান লকডাউন নিয়ে জনসচেতনতামূলক প্রচারণার সময় দুই জুয়ারিকে আটক করে টুরিস্ট পুলিশের টহল দল। দুই জুয়ারিকে আটক নিয়ে সঙ্গীয়দের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে লাঠিচার্জ করে ট্যুরিস্ট পুলিশ। এ নিয়ে ইলিয়াস শেখ, বাচ্চু শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার গাড়িতে হামলা চালায়।
হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই ছাত্রী
৩ বছর আগে