মিরসরাই
মিরসরাইয়ে রেললাইনে বসে আড্ডা: ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ বন্ধুর
চট্টগ্রামের মিরসরাইয়ে টেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় দুর্ঘটনা ঘটে।
এতে আরাফাত হোসেন (১৮), আনিস (১৮), রিয়াজ (১৮) নামে তিনজন ঘটনাস্থলে মারা যায়।
পড়ুন: ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে রিকশাচালক নিহত
এদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেল পুলিশের (জিআরপি থানা) ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তিন বন্ধু রেললাইনের উপর বসে আড্ডা দেওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তারা তিন বন্ধু। ঘটনাস্থলে পুলিশ এবং নিহতদের আত্মীয়-স্বজনরা গেছেন।
১৮৩ দিন আগে
মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত, ১৪৪ ধারা জারি
চট্টগ্রামে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে মো. জাবেদ নামে একজন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।
উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় বুধবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌর বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনাটি ঘটে।
নিহত মো. জাবেদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তিনি পথচারী ছিলেন বলে জানায় স্থানীয়রা। এর আগে বিএনপির দুটি পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষের আশঙ্কায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের ৫০০ গজের মধ্যে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
কিন্তু দুপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিএনপির নুরুল আমিনের সমর্থকরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিত সংক্ষুদ্ধ নেতাকর্মীদের মধ্যে বিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, ‘জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা পরিষদের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি অব্যাহত থাকবে।’
আরও পড়ুন: আউলিয়াপুরে মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি
উপজেলার জোরারগঞ্জ থানার মো. জাবেদ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী ও নুরুল আমিন কালার অনুসারীর মধ্যে দলীয় পদ পাওয়া না পাওয়া নিয়ে বিরোধ চলছে। সে বিরোধের সূত্র ধরে আজ বারইয়ারহাটে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এদের মধ্যে জাবেদ নামে একজন ঘটনাস্থলে মারা যায়। নিহত জাবেদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আহত অনেককে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
২৬৮ দিন আগে
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পর্যটকের মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনায় বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অঞ্জন বড়ুয়া ও ফয়সাল হক নামে দুই পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু
নিহতরা হলেন- কুমিল্লার লালমাই এলাকার বাসিন্দা অঞ্জন বড়ুয়া (২১) ও একই এলাকার বাসিন্দা ফয়সাল হক (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে লালমাই থেকে চার বন্ধু মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় বেড়াতে যান। দুপুরের দিকে তারা পানির স্রোত বেশি হওয়ায় পথ দুর্গম দেখে ঝরনা না দেখেই তারা ফেরত আসার সিদ্ধান্ত নেন। আসার সময় পথে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ ভেঙে পড়ে। এতে বিদ্যুতায়িত গাছের ডালের সঙ্গে লেগে ওই দুজনের মৃত্যু হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিফাত সুলতানা বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। সঙ্গে থাকা বন্ধুরা অনেকটা ট্রমাতে আছেন। কোনো তথ্যই জানা যাচ্ছে না।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘ঝরনায় দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়েছি। বিস্তারিত কিছু জানা নেই।’
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় স্কুলছাত্র অপহরণ-হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
৪৮৬ দিন আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবা সরবরাহ না করায় যুবক খুন
চট্টগ্রামের মীরসরাইয়ে ইয়াবা সরবরাহ না করায় তৌহিদুল ইসলাম খোকন (৩০) নামে এক যুবককে হত্যা করেছে মাদকসেবীরা।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মীরসরাই হিঙ্গুলী খান সিটি সেন্টারের পূর্বপাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত খোকন হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের মৃত হাসেম ড্রাইভারের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুনের অভিযোগ
নিহতের স্ত্রী সানজিদা আক্তার বলেন, আমার স্বামী বুধবার রাতে একই এলাকার শাহজাহান মেম্বারের বাড়িতে তার ভাতিজির গায়ে হলুদে যায়। সেখানে যাওয়ার আগে স্থানীয় ইয়াবা সেবনকারী মোতালেব, আমজাদ, রাশেল তাদের জন্য ইয়াবা নিতে উনার মোবাইলে বার বার ফোন করে।
কিন্তু তিনি রাজি হননি। রাতে গায়ে হলুদে গিয়ে আর ফেরেনি। সকালে রেললাইনে তার লাশ পাওয়া গেছে। তারা আমার স্বামীকে খুন করে রেললাইনে ফেলে যায়, যাতে ট্রেনে কাটা পড়ে মারা গেছে এটা বুঝানোর জন্য।
আমার স্বামীর হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।
হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে খবর পাই খোকন মারা গেছে। দুবৃত্তরা তাকে খুন করে রেললাইনে ফেলে গেছে। আমি পুলিশকে খবর দিয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
আরও পড়ুন: হাসপাতালের প্রিজন সেলে আসামির হাতে আসামি খুনের অভিযোগ
৬১০ দিন আগে
মিরসরাই শিল্প নগরীতে চালু হলো বিআরটিসি বাস
মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সড়কে পরীক্ষামূলকভাবে বিআরটিসি বাস চালু হয়েছে।
শিল্প অঞ্চলের জিরো পয়েন্ট থেকে ৩৪ কিলোমিটার সড়কে সীতাকুণ্ড এবং বারইয়ারহাট পর্যন্ত সাধারণ যাত্রী ও শিল্প অঞ্চলের শ্রমিকদের জন্য এ সার্ভিস চালু হয়েছে।
জিরো পয়েন্ট থেকে শ্রমিকদের নিয়ে সাজানো দুইটি দ্বিতল বিআরটিসি বাস বারইয়ারহাট এবং সীতাকুণ্ডের উদ্দেশে যাত্রা শুরু করে।
এ বিষয়ে বিআরটিসি পরিবহনের ম্যানেজার অপারেশন (বিআরটিসি বাস ডিপো সোনাপুর নোয়াখালী) মো. ওমর ফারুক মেহেদী জানান, শিল্প অঞ্চলের অনেকগুলো প্রতিষ্ঠান চালু হয়েছে। এখানে শত শত শ্রমিক চাকরি করেন। তাদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিআরটিসি কর্তৃপক্ষ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। বিআরটিসি বাস নির্ধারিত রুটে চলাচলের সময় সরকারি নির্ধারিত ভাড়া পরিশোধ করে যেকোনো যাত্রী উঠতে পারবেন।
এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায় ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত। তাদের যাতায়াতে পরিবহণ সংকট দিন দিন বেড়ে যাচ্ছে। তাই শিল্পনগর থেকে সীতাকুণ্ড এবং বারইয়ারহাট পর্যন্ত বাস সার্ভিস চালুর উদ্যোগ সময়োপযোগী।
মিরসরাই এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম জানান, চট্টগ্রাম সদরের কদমতলী থেকে বারইয়ারহাট পর্যন্ত তাদের বাস সার্ভিস চালু রয়েছে। শিল্পনগরের শ্রমিকদের সুবিধার্থে জোন এক্সপ্রেস নামে বাস সার্ভিস চালুর কথা ভাবছেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, বিআরটিসি বাস ডিপো সোনাপুর নোয়াখালীর ম্যানেজার অপারেশন মো. ওমর ফারুক মেহেদী, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) পরিচালক (কমার্শিয়াল) মো. মাসুদ পারভেজ সহ কর্মকর্তারা।
৬৪১ দিন আগে
চট্টগ্রামে ট্রাকচাপায় শ্রমিক নিহত
জেলার মিরসরাই উপজেলার বারইয়ারহাট-করেরহাট সড়কে ট্রাকচাপায় জয়ন্ত দাস নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (১৮ ফেব্রুয়ারি)দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হিঙ্গুলি ব্রিজের পাশে ট্রাক চাপায় গুরুতর আহত হয় জয়ন্ত দাস।
মৃত শ্রমিক জয়ন্ত নীলফামারী সদর থানার সুখধন এলাকার নিবারণ সন্তোষ দাসের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত
পুলিশ জানায়, সকালে বারইয়ারহাট-করেরহাট সড়কের চারলেন প্রকল্পে শ্রমিকের কাজ করছিলেন ওই শ্রমিক। এ সময় একটি ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, সকালে উপজেলার হিঙ্গুলী এলাকায় ট্রাকচাপায় এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। লাশ ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধায় ট্রাকচাপায় কিশোরের মৃত্যু
৬৭০ দিন আগে
মিরসরাইয়ে হাসপাতালে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় নারী নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে হাসপাতালে যাওয়ার পথে হাসপাতালে যাওয়ার পথে গাড়ি ধাক্কায় ফিরোজা বেগম (৫৪) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ফিরোজা বেগম মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ভূঁইয়া গ্রাম এলাকার এনামুল হকের স্ত্রী।
আরও পড়ুন: ফিলিপাইনে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৯
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফিরোজা বেগম দুপুরে বাড়ি থেকে ডাক্তার দেখাতে হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান। এছাড়া গাড়িটি এখন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশে হেফাজতে রয়েছে।
নিহতের ছেলে মহিউদ্দিন জানান, ডাক্তার দেখাতে আমার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। ঠাকুরদিঘী এলাকায় মহাসড়কে একটি গাড়ির ধাক্কা দিলে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়ল ৮৫ কেজির বাঘাইড় মাছ!
ভারতের চলচ্চিত্র উৎসবে ‘মেঘের কপাট’ পেল ৩ পুরস্কার
৭৪৪ দিন আগে
পিকআপের ধাক্কায় মাদরাসাছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদরাসায় যাওয়ার পথে পিকআপের ধাক্কায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও এক মাদরাসাছাত্রী।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলায় শাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার গ্রামীণ সড়কে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বরিশালে পিকআপের ধাক্কায় সিএনজির চালকসহ নিহত ২
নিহত মাদরাসাছাত্রী আরিফা জান্নাত (৬) একই এলাকার মোহাম্মদ ইমাম হোসেনের কন্যা এবং স্থানীয় খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী। আহত মাদরাসাছাত্রী রিনা আক্তার আঁখি একই মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আরিফা একটি অটোরিকশাযোগে বাড়ি থেকে মাদরাসায় যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী একটি দ্রুতগামী পিকআপ অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় শিশু আরিফা।
খেয়ারহাট নূরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান জানান, ছয় শিক্ষার্থী সিএনজি অটোরিকশাযোগে আরবি পরীক্ষা দিতে বাড়ি থেকে মাদরাসায় আসছিল। এ সময় একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরিফা নিহত হয়।
তিনি আরও জানান, এছাড়া মাদরাসার প্রথম শ্রেণির আরেক শিক্ষার্থী রিনা আক্তার আঁখি গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: পিকআপের ধাক্কায় প্রকৌশলী নিহত
কালীগঞ্জে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
৭৪৮ দিন আগে
মিরসরাইয়ে দাড়িয়ে থাকা দুই গাড়িকে কার্ভাডভ্যানের ধাক্কা, নিহত ২
চট্টগ্রামের মিরসরাইয়ে কার্ভাডভ্যান, মিনি ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং কমপক্ষে চারজন আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ট্রাক চালক ইকবাল হোসেন (৪৫) ও অটোরিকশার মোহাম্মদ ফরিদ (৪২)। নিহত ইকবাল হোসেন মিরসরাইয়ে সেচ্ছাসেবক দলের নেতা ছিল বলে জানা গেছে।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি মিনি ট্রাক ও বেকারির পণ্যবহী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান। এ সময় অটোরিকশা ও মিনিট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দু’জন মারা গেছেন। পরে আহত চারজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, সকালে সুফিয়া রোড এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুইটি গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন মারা যায়।
তিনি বলেন, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।
নিহতদের লাশ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ময়মনসিংহে সিএনজিতে ট্রাকের ধাক্কায় নিহত ৩
৭৬৬ দিন আগে
মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছেন।
শনিবার (১১ নভেম্বর) সকালে ও বিকালে উপজেলার বড়দারোগাহাট ও ছোট কমলদহ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক চালকের সহকারী ইউসুফ (৪২) ও মোটরসাইকেল আরোহী বাসু দেব (৩৬)।
স্থানীয়রা জানান, মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় চট্টগ্রামমুখী লেনে বিকাল ৪টায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বাসু দেব পাল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি উপজেলার জোরারগঞ্জ খানাধীন দুর্গাপুর ইউনিয়নের উত্তর হাজীশ্বরাই গ্রামের বাবুল পালের ছেলে।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
এর আগে সকালে বড় দারোগার হাট এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে চালকের সহকারী ইফসুফ (৪২) নিহত হন। নিহতের লাশ গাড়িতে আটকে থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার করেন।
নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, বড়দারোগাহাট এলাকায় সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় পেছনের ট্রাকের চালকের সহকারী ট্রাকের নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করেন।
পৃথক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় চট্টগ্রামমুখী লেনে বিকাল ৪টায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বাসু দেব পাল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় এক ট্রাক চালকের সহকারী মো. ইফসুফ নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এছাড়া অজ্ঞাত গাড়ি চাপায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
রাজধানীতে পৃথক স্থান থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার
৭৬৮ দিন আগে