সুপারভাইজার ও চালকের জরিমানা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য: ঢাকাগামী কোচের সুপারভাইজার ও চালকের জরিমানা
করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঢাকাগামী একটি কোচের সুপারভাইজার ও চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: স্কুল চালু রাখার দায়ে সিরাজগঞ্জে শিক্ষকের জরিমানা
মীরডাঙ্গী বাজারে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার ঢাকাগামী নাজ ক্লাসিক পরিবহনের ওই সুপারভাইজার ও চালককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সুপারভাইজার নুরুজ্জামান ও চালক ফারুক আহম্মেদ।
আরও পড়ুন: চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের আয়োজন, লাখ টাকা জরিমানা
সংশ্লিষ্টরা জানান, করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এবং স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহনের অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় সুপারভাইজারকে ৫ হাজার ও চালকের লাইসেন্স না থাকায় তাকে সড়ক পরিবহন আইনে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।
এ সময় থানার আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত ছিলেন।
৩ বছর আগে