মিনহাজুল আবেদীন
শ্রীলঙ্কা সফর: নতুন ৩ মুখ নিয়ে প্রাথমিক টেস্ট দল ঘোষণা
আসন্ন শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের জন্য শুক্রবার নতুন তিনজন এবং ব্যাটিং অলরাউন্ডার শুভাগত হোমসহ ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রাথমিক দল শ্রীলঙ্কায় পৌঁছার পর নিজেদের মধ্যে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে বাংলাদেশকে নিজেদের মধ্যেই একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে হবে। এ কারণেই বিসিবি আপাতত ২১ সদস্যের দল ঘোষণা করেছে এবং পুরো দলই শ্রীলঙ্কা সফরে যাবে।
আরও পড়ুন: দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এক বিবৃতিতে বলেন, ‘প্রাথমিক দলটিকে আমরা শ্রীলঙ্কায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এটি আমাদের প্রস্তুতিতে সহায়তা করবে এবং এমন অনেক খেলোয়াড় বের হয়ে আসবে যাদের টেস্ট সংস্করণে রাখার জন্য আমাদের চিন্তায় রয়েছে।’
এই সিরিজে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তিন পেসার শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শহীদুল ইসলাম। আর প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী।
‘তারা (পেস-বোলার) আমাদের এইচপি দলে রয়েছে এবং যে সংস্করণে তারা খেলেছে তাতে ভালো করেছে। বিশেষ করে মুকিদুল এবং শহিদুল এই মৌসুমে ঘরোয়া প্রথম শ্রেণিতে নজর কেড়েছেন এবং ভবিষ্যতে টেস্টের সম্ভাবনা রয়েছে। তাদের সবারই বয়স রয়েছে এবং তারা মেধাবী,’ বলেন তিনি।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দুটি রাউন্ডে (বর্তমানে কোভিড-১৯ এর কারণে স্থগিত) মুকিদুল দুই বার পাঁচ উইকেটসহ ১৩টি উইকেট পেয়েছেন এবং শহিদুল ছয় উইকেট নিয়েছেন। জাতীয় দলের সাথে নিউজিল্যান্ডে থাকায় শরিফুল এনসিএলের প্রথম দুটি রাউন্ড মিস করেছেন।
শুভগতকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়ে মিনহাজুল আবেদীন বলেন, ‘শুভগত অনেকদিন পর আবার জাতীয় দলে ফিরে এসেছেতবে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার ছিলেন। আমরা তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করেছি তবে তার অফ ব্রেকও বেশ কার্যকর এবং স্পিন বিভাগেও আমাদের একটি বিকল্প দিয়েছে।’
উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও বাংলাদেশ টেস্ট দলে ফিরে এসেছেন। তিনি ২০১৮ সালে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় সর্বশেষ টেস্ট খেলেছিলেন।
আরও পড়ুন: এক ফরম্যাট থেকে অবসর নিতে চান তামিম ইকবাল
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের ২১ সদস্যের প্রাথমিক টেস্ট দল:
মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহিদী হাসান মীরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম , খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহিদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
৩ বছর আগে