প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে রেস্টুরেন্টে ঢুকে প্রকাশ্যে গুলি, গুলিবিদ্ধ ২
পানির বিল না দেয়ায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্টের ম্যানেজারকে প্রকাশ্য গুলি করেছে ভবন মালিক।
এতে রেস্টুরেন্টের ম্যানেজার ও আরও একজন কর্মচারী গুলিবিদ্ধ হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
’আরও পড়ুন: চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা
রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় শহরের চাষাঢ়ায় আঙ্গুরা প্লাজায় সুলতান ভাই কাচ্চিতে (সুমাইয়া কাচ্চি হিসেবে পরিচিত) এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিক আজহার তালুকদারকে রাত সোয়া ১১টার দিকে আটক করে থানার নিয়ে গেছে।
সুমাইয়া কাচ্চি হাউজের একাধিক কর্মচারী জানান, রাত পৌনে ৯টায় হঠাৎ করে ভবনের মালিকদের একজন আজাহার তালুকদার আসেন। তিনি এসেই ম্যানেজারের কাছে পানির বিল নিয়ে টাকা চান। এনিয়ে তর্কের একপর্যায়ে তার হাতে থাকা পিস্তল দিয়ে গুলি ছুড়েন।
এতে ম্যানেজার কাজল ও কর্মচারী জনি পায়ে গুলিবিদ্ধ হন। পরে আশেপাশের লোকজন এসে আজাহারকে আটক করে।
এ ব্যপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১১টা) কোন মামলা হয়নি।
’আরও পড়ুন: পাবনায় আ.লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
বাঘাইছড়িতে জেএসএসের সামরিক কমান্ডারকে গুলি করে হত্যা
৭৯১ দিন আগে
চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার দুপুর দেড়টা নাগাদ উপজেলার সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড গঞ্জম আলী সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মুফিজ (৩৮) সরফভাটা ২নং ওয়ার্ডের বদনি বর বাড়ির আব্দুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, 'ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। তবে পূর্বের ঘটনার জের ধরে ওই এলাকার সন্ত্রাসী ওসমানের ভাইয়েরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।'
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি বলেন, কে বা কারা মুফিজকে হত্যা করেছে এখনো জানা যায়নি। তার শরীরে গুলির আঘাত পাওয়া গেছে।
আরও পড়ুন: বাঘাইছড়িতে জেএসএসের সামরিক কমান্ডারকে গুলি করে হত্যা
তিনি বলেন, 'স্থানীয়দের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে, তার প্রতিপক্ষ একটি সন্ত্রাসী গ্রুপ তাকে হত্যা করেছে। আমরা তদন্ত করে বিষয়টি জানাবো। তবে নিহতের বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে।'
১৪৫৮ দিন আগে