ভূমি কর্মকর্তা
বরিশালে ভূমি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
বরিশালের বাবুগঞ্জে ভূমি অফিসের নিজ কক্ষ থেকে ভূমি কর্মকতা জসীম উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জসীম উদ্দিন খান গত চার বছর ধরে ভূমি অফিসের সার্ভেয়ার হিসেবে দায়িত্বে ছিলেন।
নৈশ প্রহরী নিখিল জানান, রাত ৭টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসিম। খাবার নিয়ে এসে কক্ষের ভেতর থেকে আটকানো পেয়ে ডাকাডাকি শুরু করেন। অনেকক্ষণ ধরে কোনো সাড়াশব্দ না পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএসসির জাহাজে আগুন: ১ জনের লাশ উদ্ধার
স্থানীয়দের ধারণা ভূমি কর্মকর্তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে।
ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ‘মৃতের বয়স আনুমানিক পঞ্চাশ বছর। স্থানীয়রা প্রথম টের পেয়ে আমাদের খবর দিলে রাত ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে। রুমের দরজা ভেঙে ভিতর থেকে গলায় ফাঁস দেওয়া লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, পুলিশ প্রথমে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ওসি জানান, ভূমি কর্মকর্তার লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শ্রীনগরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
২ মাস আগে
ফরিদপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারীতে রাতের আঁধারে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম মো. মিজানুর রহমান। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সালথার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক।
আরও পড়ুন: ফরিদপুরে ফোন করলেই বাড়িতে পৌঁছাচ্ছে মাছ
এ ঘটনায় শনিবার সকালে উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা এমদাদুল হক মিলনসহ ৯ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কালিনগর বাজারের কুমার নদীর পাড়ে সরকারি ১ নম্বর খাস খতিয়ান ও পানি উন্নয়ন বোর্ডের ১০ শতাংশ জমি মো. মিজানুর রহমান ও তার সহযোগিরা রাতের আঁধারে চারপাশ বাঁশ দিয়ে ঘিরে দখল করে। দখলকৃত জমির আনুমানিক বর্তমান বাজার মূল্য ৩০ লাখ টাকা।
অভিযুক্ত রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, 'এই জমির সামনে আমার জমি। পিছনের জমি গর্ত ছিল, নদী কাটার সময় আমি টাকা পয়সা খরচ করে ভরাট করেছি। তাছাড়া জমিটা আমার দখলে রয়েছে এবং জমিটার লিজ নেয়াসহ ডিসিআরও রয়েছে আমার।'
আরও পড়ুন: ফরিদপুরে 'ফাতেমা’ ধান চাষে যুবকের স্বপ্ন পূরণ
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, 'সরকারি জমি দখলের লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে রূপাপাত ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে জায়গা পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।'
৩ বছর আগে
ফেনীতে ভূমিদস্যুদের হামলায় ভূমি কর্মকর্তাসহ আহত ১০
ফেনীর সোনাগাজীতে ভূমিহীনের জমি দখল বুঝিয়ে দিতে গিয়ে ভূমিদস্যুদের হামলায় ভূমি কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
এ ঘটনায় জামশেদ আলম (৪৮) নামে এক ভূমি দস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামশেদ সদর ইউনিয়নের চরখেয়াজ গ্রামের মৃত নূরুল হকের ছেলে।
সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামে বৃহস্পতিবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সার্ভেয়ার একে আজাদ খান বাদী হয়ে শুক্রবার পাঁচ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ৬
পুলিশ, এলাকাবাসী ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২০১৮ সালে চরখোয়াজ গ্রামের বাস্তুহারা দিনমজুর জামাল উদ্দিনকে সরকার চরখোয়াজ মৌজার ১১৩৬ নং খতিয়ানের ২৮৫৩ দাগে ২২ শতক নাল জমি বন্দোবস্ত দেন। জামাল উদ্দিন ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে জামশেদ আলমের নেতৃত্বে স্থানীয় ভূমিদস্যুরা বাধা দেন। জামাল উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেনের নেতৃত্বে ভূমি কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
জমি পরিমাপ করে লাল নিশানা দিয়ে সীমানা নির্ধারণ করে দেয়ার পরপরই একই গ্রামের ভূমিদস্যু জামশেদ আলম, আমির হোসেন, মো. স্বপন, মিজানুর রহমান, কামাল উদ্দিন, জেবল হক, মো. সুমন, মিয়াধন, মো. রিপন ও সাইফ উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জন ভূমি দস্যু অতর্কিত হামলা চালায়।
এ সময় ভূমিহীন জামাল উদ্দিন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার একে আজাদ খান, চেইনম্যান মৃত্যুঞ্জয় রায় লিটন, সাইফুল ইসলাম, মো. রাজিব, নূর করিম, আবদুর রহমান, আবদুল কাদের, ইউপি সদস্য মো. আবদুল্লাহ ও মো. সোহাগসহ ১০ জন আহত হন।
শুক্রবার বিকালে অভিযান চালিয়ে পৌর শহরের চৌধুরী লেনের একটি ভাড়া বাসা থেকে জামশেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩ বছর আগে