হাসান শাহরিয়ার
সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুবার্ষিকী ১০ এপ্রিল
আগামী রবিবার (১০ এপ্রিল) আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের এইদিনে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মহামারি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার পরিবার ঘরোয়া পরিবেশে মৃত্যুবার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছে।
এ উপলক্ষে ১০ এপ্রিল ঢাকায় তার সেগুনবাগিচার অ্যাপার্টমেন্ট এবং সুনামগঞ্জের হাছননগরের বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
হাসান শাহরিয়ার সুনামগঞ্জ থেকেই তার সাংবাদিকতা জীবনের শুরু করেন। তিনি সুনামগঞ্জে তৎকালীন দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ও কচিকাঁচা মেলার সফল সংগঠক ছিলেন।
তিনি ১৯৬৪ সালে করাচিতে চলে যান এবং সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন। সেই সঙ্গে করাচি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় বিএ অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি করাচির প্রখ্যাত দৈনিক ‘ডন’ পত্রিকার সিনিয়র রিপোর্টার ছিলেন। তিনি মধ্যপ্রাচ্যের ‘খালিজ টাইমস, ভারতের ‘ডেক্কান হেরাল্ড’ পত্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউজ উইক’ এর বাংলাদেশ প্রতিনিধি ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি করাচী প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: সাহিত্যিক ও সাংবাদিক দিলারা হাশেমের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
এছাড়াও তিনি বাংলাদেশ বৈদেশিক সাংবাদিক সংস্থা ‘ওকাব’ এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন। তিনি কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) আন্তর্জাতিক সভাপতি ছিলেন।
সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বাংলা একাডেমি তাকে ফেলোশীপ প্রদান করে। তিনি ‘অতীত অতীত নয়’, ‘শেষ ভাল যার সব ভাল তার’, ‘যারে দেখতে নারি তার চলন বাঁকা’ এবং ‘নিউজ উইক এ বাংলাদেশ মুক্তিযুদ্ধ, বিজয় এবং অতঃপর’ ও শীর্ষক বই লিখেছেন।
তিনি বাংলা ও ইংরেজী ভাষায় সাংবাদিকতায় দক্ষ ও পারদর্শী ছিলেন। মহান জাতীয় সংসদে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল তাকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছেন। তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও সুনামগঞ্জ শহীদ জগৎ জ্যোতি পাঠাগারের আজীবন সদস্য ছিলেন।
হাসান শাহরিয়ার প্রখ্যাত পথিকৃত সাংবাদিক ও রাজনীতিবিদ মরহুম মকবুল হোসেন চৌধুরীর কনিষ্ঠ পুত্র এবং কলামিস্ট হোসেন তওফিক চৌধুরীর অনুজ।
আরও পড়ুন: বিচারপতি সাহাবুদ্দীনের মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ
২ বছর আগে
সিনিয়র সাংবাদিক হাসান শাহরিয়ার মারা গেছেন
প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার শনিবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬।
প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মইনুল আলম ইউএনবিকে জানিয়েছেন, কমনওয়েলথ সাংবাদিক সমিতির (সিজেএ) দুই মেয়াদী সভাপতি শাহরিয়ার বেলা পৌনে ১২টার দিকে ইমপালস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত দেড়টার দিকে জ্যেষ্ঠ সাংবাদিককে জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের বিভিন্ন লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মইনুল জানান, শাহরিয়ার এক সপ্তাহ আগে কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন তবে ফলাফল নেগেটিভ আসে। ‘পরে, তাকে ৮০% ক্ষতিগ্রস্থ ফুসফুস এবং শ্বাসকষ্টের গুরুতর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।’
শাহরিয়ার দীর্ঘদিন দায়িত্ব পালনের পর ২০০৮ সালে দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক হিসেবে অবসর গ্রহণ করেন।
তিনি ডেইলি সানের প্রথম সম্পাদক এবং চট্টগ্রাম ভিত্তিক ডেইলি পিপলস ভিউয়ের প্রধান সম্পাদক ছিলেন।
শাহরিয়ার আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন নিউজউইক, খালিজ টাইমস, ভারতের দৈনিক ডেকান হেরাল্ড, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য এশিয়ান এজ, পাকিস্তানের মর্নিং নিউজ, ডন এবং ইভনিং স্টারের বাংলাদেশ সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন।
শাহরিয়ার ১৯৯৩-৯৪ মেয়াদে জাতীয় প্রেস ক্লাব পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এদেশের সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
৩ বছর আগে