স্বামীকে হত্যা
জয়পুরহাটে স্বামীকে হত্যা: স্ত্রীসহ ২ জনের মৃত্যুদণ্ড
জয়পুরহাটে বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় ১০ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।
আসামিরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর-দূর্গাপুর গ্রামের মোখলেছার রহমানের মেয়ে জোৎস্না বেগম ও দাশরা খানপাড়ার বুলু মিয়ার ছেলে শাহিন মিয়া বাবু।
মামলার বিবরণে জানা গেছে, জোৎস্না বেগম বিয়ের পর ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর-দূর্গাপুর গ্রামে ঘর জামাই থাকতেন। তার স্ত্রী পার্শ্ববর্তী গ্রামের শাহিন মিয়া বাবুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তার জেরে ২০১৫ সালের ৯ নভেম্বর বিকালে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত সোমবার এ রায় দেন।
আরও পড়ুন: চট্টগ্রামে নারী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
৯ মাস আগে
ঘুমের মধ্যে ব্যাটারির অ্যাসিড পুশ করে স্বামীকে হত্যা
পরকীয়ার জেরে ঝগড়ার পর স্বামীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান স্ত্রী। এরপর স্বামী ঘুমিয়ে গেলে সন্ধ্যায় মোবাইল ফোনের ব্যাটারি থেকে নিসৃত অ্যাসিড সিরিঞ্জের মাধ্যমে শিরায় পুশ করেন। আর এতেই তার মৃত্যু হয়।
অভিযুক্ত শেফালি বেগম (২৬) মঙ্গলবার দুপুরে এভাবেই স্বামীকে হত্যার মিশন চালান বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে স্বামীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
শেফালি যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে আয়া হিসেবে কাজ করেন। শেফালি বেগমের স্বামী নিহত জহির হাসান (৩৮) যশোর শহরের হুশতলার মৃত হোসেন আলীর ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শেফালির সঙ্গে শহরের শংকরপুর এলাকার রবিউল সরদার নামের এক যুবকের পরকীয়ার সম্পর্ক রয়েছে।
এ নিয়ে গত সোমবার (৮ মে) শেফালির সঙ্গে জহিরের কথা কাটাকাটি হয়। এরপরই মঙ্গলবার মৃত্যু হয় জহিরের। এ ঘটনায় শেফালি বেগমকে আটক করেছে পুলিশ।
কিন্তু রাতে শেফালি জহির হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে পরিবারের কাছে জানান।
ওসি আরও জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জহিরের স্ত্রীর পরকীয়া ও এ নিয়ে দাম্পত্য কলহের কথা জেনে শেফালিকে হেফাজতে নেয় পুলিশ।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বামীকে হত্যার কথা স্বীকার করেন এবং ঘটনার বর্ণনা দেন।
আরও পড়ুন: গাজীপুরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
চাঁদপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
১ বছর আগে
চট্টগ্রামে স্বামীকে হত্যার পর লাশ পুকুরে নিক্ষেপ করল স্ত্রী
চট্টগ্রামে সীতাকুণ্ডে পরকীয়া প্রেমের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার পর স্ত্রীর বিরুদ্ধে লাশ পুকুরে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে নিজ বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত জয়নাল আবেদীন প্রকাশ কালা (৩৭) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা
আটক লিমা আক্তার (২৪) একই এলাকার মৃত জহিরুল হকের মেয়ে।
পুলিশ জানায়, জয়নাল আবেদীন ওরফে কালার স্ত্রী লিমার সাথে পার্শ্ববর্তী শাহাবুদ্দিনের ছেলে শাহাদাতের দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল৷ এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আশান্তি বিরাজ করছিল। এর জের ধরে শুক্রবার দিবাগত রাতে স্ত্রী রিমা আক্তার ও তার প্রেমিক শাহাদাত হোসেন কাইয়ুম মিলে নিজ ঘরে জয়নালকে ঘুমন্ত অবস্থায় পুরুষাঙ্গ কেটে ও তলপেট ধারাল ছুরি দিয়ে কেটে খুন করে লাশটি বাড়ির পুকুরের মধ্যে ফেলে দেন। সকালে পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত জয়নালের পারিবার জানায়, প্রায় ১১ বছর আগে জয়নালের সাথে একই বাড়ির রিমা আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। জয়নাল আবেদীন ছিলেন একজন সবজি ব্যবসায়ী। তাদের সংসারে দুই কন্যা রয়েছে। সম্প্রতি স্ত্রী রিমা আক্তার একই এলাকার শাহাদাত হোসেন কাইয়ুম (২৭) নামে এক যুবকের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এটি জানাজানি হয়ে গেলে তাদের মধ্যে এ নিয়ে মনোমালিন্ন সৃষ্টি হয়।
আরও পড়ুন: বাঘাইছড়িতে জেএসএসের সামরিক কমান্ডারকে গুলি করে হত্যা
স্থানীয় ইউপি মেম্বর মো. আরাফাত মুন্না জানান, স্ত্রীকে পরকীয়া থেকে মুক্ত করতে সামাজিকভাবে কয়েকদফা শালিশি বৈঠকেরও আয়োজন করেন জয়নাল। কিন্তু স্ত্রীকে সেখান থেকে ফেরানো সম্ভব হয়নি।
সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে জয়নালের লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। রিমা আক্তার পালিয়ে যাওয়ার সময় বাড়বকুণ্ড বাজার থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
৩ বছর আগে