জাতীয় ক্রিকেট লিগ
করোনায় আক্রান্ত বিসিবির পরিচালক আকরাম খান
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালক আকরাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে হোমআইসোলেশনে রয়েছেন।
আকরামের পরিবারের ঘনিষ্ঠ সূত্র ইউএনবিকে জানিয়েছে,সাবেক এই অধিনায়ক গত কয়েকদিন ধরেই কোভিড-১৯ এর নানা উপসর্গে ভুগছিলেন, তাই পরীক্ষা করান।
আরও পড়ুন: শচীন টেন্ডুলকার হাসপাতালে ভর্তি
আকরাম স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন,তারদেহে করোনভাইরাসের উপসর্গগুলো দেখা দিলেতিনি কোভিড-১৯ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন।
আকরাম খান বলেন, 'আমি গত কয়েকদিন ধরে ঠান্ডা ও গলা ব্যথায় ভুগছি, তাই আমি নিজেই পরীক্ষা করাই। বর্তমানে, আমি হোম আইসোলেশনে আছি। শনিবার আমার পরিবারের অন্য সদস্যরা কোভিড-১৯ পরীক্ষা করাবে।'
আরও পড়ুন: শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় বিসিবি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) বাকি ম্যাচ স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার থেকে সরকার সাত দিনের লকডাউন কার্যকর করলেওলোকজন নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। এতে আরও সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে, সরকার ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
৩ বছর আগে