প্রধানমন্ত্রীর সমবেদনা
বাংলাদেশ, ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায় ফিলিপসের মৃত্যুতে সত্যিকার বন্ধু হারাল: প্রধানমন্ত্রী
ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপসের প্রয়াণে বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায় সত্যিকারের বন্ধু ও মিত্রকে হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, তিনি শনিবার রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে স্বাক্ষরিত এক শোকবার্তায় এ কথা জানিয়েছেন।
আরও পড়ুন: দেশের উন্নয়নের জন্য আরও জ্বালানি প্রয়োজন: প্রধানমন্ত্রী
চিঠিতে তিনি বলেছেন, 'বাংলাদেশের জনগণের কাছে এইচআরএইচ ডিউক সর্বদা দায়িত্ব ও সম্মানের উদাহরণ হয়ে থাকবেন। এবং আপনার মহিমা এবং কমনওয়েলথ জনগণের পক্ষে শক্তি ও সমর্থনের একটি স্তম্ভ হিসাবে থাকবেন।'
তিনি ডিউক অফ এডিনবার্গের সাথে রানির বাংলাদেশে দুইটি ঐতিহাসিক সফরের কথা স্মরণ করেন।
আরও পড়ুন: তরুণদের শক্তি ও সম্ভাবনা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর জোর
প্রধানমন্ত্রী সমবেদনা জানিয়ে প্রার্থনা করেন, 'সর্বশক্তিমান এই অপূরণীয় ক্ষতি সইবার জন্য আপনাকে, শোকার্ত রাজ পরিবারের সদস্য এবং যুক্তরাজ্যের জনগণকে মনোবল ও সাহস দান করুন।'
৩ বছর আগে