স্বেচ্ছাসেবকলীগ
নাটোরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে যুবদল কর্মীর ছুরিকাঘাতের অভিযোগ
নাটোরে যুবদল কর্মী শাওন দাসের বিরুদ্ধে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুকে (৩৫) ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে আহত অবস্থায় বাবুকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবু অভিযোগ করেন,দুপুরে শহরের বঙ্গজ্জল এনডিটিআই মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার পর যুবদল কর্মী শাওন দাস তার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।
আরও পড়ুন: আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
উন্নয়ন অব্যাহত রাখতে আ.লীগকে ভোট দিবে জনগণ: শেখ হাসিনা
১৩ বছরে একটি মানুষও না খেয়ে কষ্ট করেনি: কৃষিমন্ত্রী
২ বছর আগে
গুলির ঘটনায় এলডিপির মহাসচিব রেদোয়ানের জামিন নামঞ্জুর
কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ কর্মীর ওপর গুলির ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে বিচারিক হাকিম আবু বকর সিদ্দিক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা বিজ্ঞ বিচারিক হাকিম আদালত-৭ এ ড. রেদোয়ান আহমেদসহ চার জনের জামিনের আবেদন করেন তাদের পক্ষের আইনজীবীরা।
আরও পড়ুন: রেদওয়ানের গুলিবর্ষণ বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে কিনা খতিয়ে দেখা প্রয়োজন: তথ্যমন্ত্রী
বাদীপক্ষের আইনজীবী শাহজালাল মিঞা শিপন জানান, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের প্রোগ্রামে ড. রেদোয়ান আহমেদ হত্যার উদ্দেশে গুলি চালান। আমরা বিজ্ঞ আদালত জামিনের বিরোধীতা করি। বিজ্ঞ আদালত আমাদের যুক্তি-তর্ক আমলে নিয়ে রেদোয়ান আহমেদ ও তার সঙ্গীয় আরও তিন আসামির জামিন নামঞ্জুর করেন।
প্রসঙ্গত, সোমবার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদপুনর্মিলনীর আয়োজন করেন। দুপুর আড়াইটার দিকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবকলীগের নেতাদের সঙ্গে কথা হয়। এসময় স্বেচ্ছাসেবকলীগ নেতারা একই স্থানে এলডিপি’র প্রোগ্রাম করতে নিষেধ করেন এবং ছাত্রলীগও প্রোগ্রাম করবেন না বলে জানান।
আরও পড়ুন: কুমিল্লায় ছাত্রলীগ ও এলডিপির সংঘর্ষে গুলিবিদ্ধ ২, এলডিপি মহাসচিব আটক
এসময় তিনি গাড়ি নিয়ে ফিরে যাওয়ার সময় এক ছাত্রলীগ কর্মী রেদোয়ান আহমেদের গাড়িতে তরমুজ দিয়ে ঢিল ছুড়ে। এসময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুটি গুলি করেন। এতে স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। ওই মামলায় রেদোয়ান আহমেদসহ চারজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়।
২ বছর আগে
করোনা রোগী বহনে ফরিদপুরে স্বেচ্ছাসেবকলীগের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে করোনা রোগী বহনে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা ফয়সাল আহমেদ রবীন, এমরান হোসেন রিমন, গোলাম মোস্তফা খোকন, এটিএম জামিল তুহিন প্রমুখ।
আরও পড়ুন: করোনায় একদিনে মৃত্যুতে আগের সব রেকর্ড চুরমার, শনাক্ত কমেছে
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ জানান, করোনা রোগী সহজ ও নিরাপদ বহনে পাঁচটি অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা জেলার ৯টি উপজেলায় বিনামূল্যে সার্ভিস দেবে।
তিনি আরও জানান, ফ্রি অ্যাম্বুলেন্স নিতে হলে শওকত আলী জাহিদ (০১৭১২০৮০৭৬৬), ফয়সাল আহমেদ রবীন (০১৭৩৩৯৫৫৫৫০), গোলাম মোস্তফা খোকন (০১৭১২৬৬৮২৩৪), এটিএম জামিল তুহিন (০১৭১৬৭৮৭৯৭৯), মৃধা তারেকুল ইসলাম তারেক (০১৭১৮৩৭৮৯৫০), রফিকুল আজম খান রুবেল (০১৭৩০৯৭২৩০২) এবং সাগর রায়ের (০১৭২২৩৩২১১৮) নম্বরে যোগাযোগ করতে হবে।
ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলা সদরসহ ৯টি উপজেলায় এ পর্যন্ত মোট কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন ৯ হাজার ১৬৯ জন। আক্রান্তের দিক থেকে সর্বাধিক রোগীর সংখ্যা ফরিদপুর সদর উপজেলায়। সদরে আক্রান্ত রয়েছেন ৫ হাজার ৫৫১ জন।
আরও পড়ুন: ভয়ংকর হচ্ছে করোনা: পরিপূর্ণ লকডাউনে যাচ্ছে বাংলাদেশ
কোভিড-১৯ আক্রান্ত ৯ হাজার ১৬৯ জন রোগীর বিপরীতে সুস্থ হয়েছে ৮ হাজার ৫২৭ জন। শনিবার দুপুর পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৩১ জনের। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৬৪২ জন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৩১ জনের। আক্রান্তের হার শতকরা ২১.০৬ এবং মৃত্যুর হার ১.৪২ শতাংশ।
৩ বছর আগে