দু’পক্ষের সংঘর্ষে নিহত
বরিশালে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে সংঘর্ষে সাইফুল সর্দার (৩০) নামে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়ার সুলতানী গ্রামে শনিবার রাত ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
এরপর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন জানান, আনুমানিক রাত ৪টার দিকে কয়েকশ লোক একত্রিত হয়ে দেশীয় অস্ত্র সহকারে ওই গ্রামে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ওই এলাকার দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করে। এলাকাবাসী প্রতিরোধ করতে গেলে তুমুল সংঘর্ষ হয়। এ সময় হামলাকারীদের আঘাতে পার্শ্ববর্তী আশা গ্রামের বাসিন্দা সাইফুল সর্দার নিহত হন। নিহত সাইফুল সর্দার চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের সমর্থক। এ সময় কমপক্ষে ১০-১২ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ‘ছাত্রলীগের’ দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত
হামলাকারীরা উলানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানান তিনি।
চেয়ারম্যান জানান, সম্প্রতি স্থগিত হওয়া উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। এছাড়া হামলাকারীরা চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরীর লোক বলে দাবি করেছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সংঘর্ষ ও হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
কোম্পানীগঞ্জে সংঘর্ষ: বাদলকে কারাগারে প্রেরণ
৩ বছর আগে