তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
সোশ্যাল মিডিয়া কমার্সে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ছে: প্রতিমন্ত্রী
সোশ্যাল মিডিয়া কমার্সে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, ‘এফ-কমার্সেরক্ষেত্রে বাংলাদেশের অংশগ্রহণ ক্রমেই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। অন্তত ৪ লাখ নতুন উদ্যোক্তা এফ-কমার্সের সাথে যুক্ত আছেন, তাদের জন্য এবং স্টার্ট আপ বিজনেসের সাথে যুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক ৪ শতাংশ সুদে স্বল্প ঋণ দেয়ার ব্যবস্থা করতে যাচ্ছে। ’
রবিবার ‘রুরাল টু গ্লোবাল ই-কমার্স পলিসি কনফারেন্স ২০২১’ এ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, অনলাইন ইনফ্রাস্ট্রাকচারে রেগুলেশনের সাথে ডিরেগুলেশনের ব্যাপারটিও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে যাতে করে নতুন উদ্ভাবনের সুযোগ তৈরি হতে পারে। গ্লোবাল ই-কমার্সের প্ল্যাটফর্মে ১৬ টি ডমিনো ইফেক্ট ইস্যুকে লক্ষ্য রেখে সমাধান খুঁজে বের করতে হবে। এভাবেই বাংলাদেশ গ্লোবালি তার অবস্থান শক্ত করতে সমর্থ হবে।
আরও পড়ুন: ‘ট্যুর ফর সোশ্যাল গুডস’ পর্যটন খাতকে জাগিয়ে তুলবে: আইসিটি প্রতিমন্ত্রী
তিনি করোনাকালীন ই-ক্যাবের কর্মসূচির প্রশংসা করেন এবং সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
ই-ক্যাবের সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, বিল্ডের সিইও ফেরদৌস আরা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর বিএম মাইনুল হাসান এবং ধামাকা শপের এমডি জসিম উদ্দীন চিশতিসহ প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: ২০২১ সালের মধ্যে অনলাইনে আসবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ৪০টি সার্ভিস: পলক
আরও পড়ুন: ২০২১ সালের মধ্যে অনলাইনে আসবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ৪০টি সার্ভিস: পলক
৩ বছর আগে