গোয়েন্দা বিভাগ (ডিবি)
রাজধানীতে আ.লীগের আরও ১১ সদস্য গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপ-কমিশনার তালেবুর রহমান। গ্রেফতার আসামিরা হলেন— বংশাল থানা ৩৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫), ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ (৫৬), ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান হাবিব (৪৫), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪), যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫), ঝালকাঠি জেলার নলছিটি থানার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন (৫৪), সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন শেখ (৬২), উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৫৫), বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সম্পাদক ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ হোসেন (৫২), শেরেবাংলা নগর থানার ৯৯ নং ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম (রানা) ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল (৪৫)।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) রাত ৯ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মোবাশ্বের রহমানকে, সাড়ে বারোটার দিকে ভাষানটেক এলাকা থেকে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বংশাল এলাকা থেকে আসাদুল্লাহ শিপলুকে এবং মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদ নামেরও আরও দুজন গ্রেপ্তার হন।
একইদিন রাত ১টার দিকে শান্তিনগর এলাকা থেকে আজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, রাত ১২ টার দিকে উত্তরা-১৪ নং সেক্টর হতে বাবুলকে এবং রাত ২ টার দিকে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে শাহজালালকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: চানখারপুল গণহত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন
অন্যদিকে একই দিন রাত পৌনে ২ টার দিকে শেওড়াপাড়া এলাকা থেকে রেজাউল করিমকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে রুহুল আমীনকে লালবাগ এলাকা থেকে ও রাত সাড়ে এগারোটার দিকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় বাড্ডা এলাকা আসলাম চৌধুরী ইমনকে গ্রেফতার হয়েছেন।
তালেবুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিরা রাজধানীর বিভিন্ন থানায় রুজুকৃত মামলার এজাহারনামায় থাকা আসামি। তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।’
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
২২৫ দিন আগে
হেফাজত নেতা ইসলামাবাদী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড মঞ্জুর
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রূপগঞ্জে হেফাজত নেতা লোকমান হোসেন আমিনী আটক
রবিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে আটকের পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার জানান, ২০১৩ সালে ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ থেকে জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের ঘটনায় দাযের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় হেফাজতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ছাত্রলীগের
এদিকে, গতকাল রাত থেকে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান জেফাজত নেতারা ও তার পরিবার। তাদের দাবী রবিবার হাটহাজারীস্থ হেফাজতে ইসলামে সভায় যোগদান শেষে চট্টগ্রাম শহরের উদ্দ্যেশে রওনা হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না।
হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, হাটহাজারী থেকে গত রাতে গুম হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে হবে। নিরপরাধ মানুষকে এভাবে গ্রেপ্তার ও হামলা মামলা বরদাশত করা হবে না।
আরও পড়ুন: লালমনিরহাটে ‘গোপন বৈঠকের’ সময় জামায়াত ও হেফাজতের ৯ নেতা গ্রেপ্তার
সোমবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, 'মাওলানা আজিজুল হক ইসলামাবাদী নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বীগ্ন ও চিন্তিত। এবং নারায়ণগঞ্জের মদনপুর থেকে হেফাজতের সহ-অর্থ সম্পাদক মুফতী ইলিয়াস হামিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকেও মুক্তি দিতে হবে। হেফাজতে ইসলাম দেশে শান্তি ও শৃঙ্খলা চায়। তবে জুলুমবাজদের জুলুমে পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশবাসীকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।'
১৬৯৭ দিন আগে