সরকার ঘোষিত
লকডাউনে বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আসন্ন ১৪-২১ এপ্রিল পর্যন্ত সরকারের দেয়া কঠোর লকডাউন চলাকালীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশকে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকার ঘোষিত লকডাউনের সময় সব তফসিলী ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।
আরও পড়ুন: করোনার থাবায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড
প্রজ্ঞাপনে আমদানি-রপ্তানি বাণিজ্যের স্বার্থে বন্দর ও সীমান্ত এলাকার ব্যাংক শাখা খোলা রাখার বিষয়ে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলো প্রয়োজনীয়তার নিরিখে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার (এডি) শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সীমিত সংখ্যক জনবল দ্বারা খোলা রাখতে পারবে।
আরও পড়ুন: মহামারিতে বৈশ্বিক শান্তি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে: প্রধানমন্ত্রী
এতে আরও বলা হয়, ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ প্রযোজ্য ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা সার্বক্ষণিক চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৩ বছর আগে