টেস্ট স্কোয়াড
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ: টাইগারদের টেস্ট স্কোয়াড বিশ্লেষণ
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজে অংশ নিতে ২১ সদস্যের বাংলাদেশের প্রাথমিক টেস্ট স্কোয়াড ইতোমধ্যেই শ্রীলঙ্কা পৌঁছে গেছে।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান এবং রাজস্থান রয়্যালসের হয়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণের কারণে এই টেস্ট সফরে থাকছেন না।
তবে দীর্ঘ পাঁচ বছর পর আবার টেস্ট দলে জায়গা করে নিয়েছেন শুভাগত হোম। আর লঙ্কানদের সাথে এই টেস্ট সিরিজেই তিন জন পেসারের অভিষেকেই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি নির্বাচকরা। বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের জন্য টেস্ট দলের বিশ্লেষণ তুলে ধরা হল।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড
শ্রীলঙ্কা সফরের জন্য গত শুক্রবার (৯ এপ্রিল) ২১ সদস্যের প্রাথমিক টেস্ট স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের টেস্ট দলে নির্বাচকরা যুক্ত করেছেন সাতজন পেসার ও চারজন স্পিনার।
আসন্ন টেস্ট দুটিতে অভিষেক হতে যাওয়া তিনজন পেসার হলেন, বাহাতি পেসার শরিফুল ইসলাম এবং ডানহাতি ফাস্ট বোলার শহিদুল ইসলাম এবং মুকিদুল ইসলাম। এদিকে দীর্ঘ পাঁচ বছর বিরতির পর সাকিবের বদলে দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম। বাংলাদেশ দলে হয়ে ২০১৬ সালে ইংল্যান্ডে বিপক্ষে শুভাগত তার শেষ ম্যাচটি খেলেন ।
লঙ্কা বধের নেতৃত্বে রয়েছেন মমিনুল হক। কিন্তু এবারও টেস্ট দলে সুযোগ পাননি দলের পরীক্ষিত ও সিনিয়র খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বরাবরের মতই দলে থাকছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। এবার তাদের একটু অতিরিক্ত দায়িত্ব নিয়েই খেলতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
আরও পড়ুন: শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে টাইগাররা
সিরিজ সূচি:
২১-২৫ এপ্রিল প্রথম টেস্ট ও ২৯ এপ্রিল থেকে ৩ মে সিরিজের শেষ টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা সফর: বাংলাদেশ দল ২০১৭ বনাম বাংলাদেশ দল ২০২১
শ্রীলঙ্কা সফরে ২০১৭ ও ২০২১ সালের দল দুটির পর্যালোচনায় দেখা যায়, ২০১৭ সালের টেস্ট দলটি ছিল তুলনামূলকভাবে বেশি অভিজ্ঞতা সম্পন্ন। ওই দলের অধিনায়কত্ব করেন মুশফিকুর রহিম এবং শেষ ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজটি ড্র করে বাংলাদেশ দল।
এই সিরিজ জয়ের জন্য অধিনায়ক মুমিনুল এবং টিম ম্যানজমেন্টকে গেইম প্ল্যান সাজাতে হবে দলের কথা বিবেচনায় রেখেই।
২০১৭ সালে দলের টপ অর্ডারে ব্যাটিং করেছিল তামিম ইকবাল, ইমরুল কায়েস এবং সৌম্য সরকারের মত ব্যাটসম্যানরা। বাংলাদেশ দলের হয়ে ওই সিরিজে ওপেনিং জুটি হিসেবে তামিম এককভাবে ২০৭ এবং সৌম্য এককভাবে ১৯৫ রান করে।
এবার তামিমের সাথে ওপেনিং জুটি হিসেবে নামবে সাদমান ইসলাম। এবার দলে জায়গা হয়নি সৌম্য সরকার ও ইমরুল কায়েসের।
এছাড়া এবার মিডল অর্ডারে সাকিবের জায়গায় খেলবেন মোহাম্মদ মিঠুন এবং ৬ নাম্বারে ব্যাটিং করবে লিটন দাস (উইকেট রক্ষক)।
শ্রীলঙ্কার স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখেই বাংলাদেশ একাদশের হয়ে খেলতে পারে তিনজন স্পিনার। বাংলাদেশ ২০১৭ সালে তিনজন স্পিনার খেলিয়েই সফলতা পেয়েছিল।
সবদিক বিবেচনায় এবারের দলে যেমন রয়েছে সম্ভাবনাময় নতুন খেলোয়াড় এবং তেমনি রয়েছে দলকে জয় এনে দেয়ার মত খেলোয়াড়। শ্রীলঙ্কা বিপক্ষে জয়লাভের যথেষ্ট শক্তি এবং সামর্থ্য রয়েছে বর্তমান বাংলাদেশ দলের। কিন্তু এ কথা স্বীকার করতেই হবে যে, বর্তমান টেস্ট দলের তুলনায় অভিজ্ঞ এবং ভালো ছিল ২০১৭ সালের টেস্ট দল।
সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি এবং এবাদত হোসাইন।
আরও পড়ুন: সাকিব-মুস্তাফিজ ছাড়াও শ্রীলঙ্কায় জিততে পারি: মুমিনুল
ফল
আসন্ন দ্বিপক্ষীয় এই সিরিজে বাংলাদেশের জয় সুনিশ্চিত বলা যাবে না। অপরদিকে, বর্তমান শ্রীলঙ্কান দলের বিপক্ষে বাংলাদেশ দলের জয় একেবারেই অসম্ভবও না। পরিসংখ্যান বলে, শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ১১ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। আবার গত দুই বছরে বাংলাদেশ আটটি টেস্ট ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে।
একথা বলা ই যায় যে, ক্রিকেটের টেস্ট ফর্মেটে ভালো করর জন্য দুই দলই সমান চাপে রয়েছে। দুই দলের-ই দরকার জয়ের স্বাদ। আর এটা সুনিশ্চিত যে, আসন্ন ম্যাচ দুটিতে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবে ক্রিকেট প্রেমিরা।
৩ বছর আগে