আগুনে পুড়ে ছাই
আগুনে পুড়ে ছাই ২০ বিঘা জমির পান বরজ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১৬ কৃষকের প্রায় ২০ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে গেছে।
মঙ্গলবার দুপুরে রায়গ্রাম ইউনিয়নের খর্দ্দরায়গ্রাম দক্ষিণ মাঠে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে মাঠে আগুন লাগে। এ সময় পান চাষিরা ফায়ার সার্ভিসে খবর দিলে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এলাকার প্রায় ১৬ জন কৃষকের ২০ বিঘা জমির পান পুড়ে ছাই হয়ে গেছে।
আরও পড়ুন: গাজীপুর টেক্সটাইল কারখানায় আগুন
অগ্নিকাণ্ডে রতন সেনের ২ বিঘা, পিযুষ, রবীন সেন, অনুপ সেন, কৃষ্ণ সেন, বাবুল ও অসোক দের এক বিঘা করে, আনন্দ সেনের ২৫ কাঠা, সুধীর সেনের ১০ কাঠা, রতন দত্ত, তাপস ও চঞ্জল সেনের ১৫ কাঠা করে, ভাস্কর, রামপদ, হারান সেন ও অমল সেনের ১০ কাঠা করে মোট ২০ বিঘা জমির পান পুড়ে গেছে।
এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে তুলার গোডাউনে আগুন
খরব পেয়ে ঝিনাইদহ চার আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন।
৩ বছর আগে