দুর্নীতিবাজ সিন্ডিকেট
মূল্য বৃদ্ধির জন্য দুর্নীতিবাজ সিন্ডিকেটকে দায়ী করছে বিএনপি
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্নীতিবাজ 'সরকার-সমর্থিত' সিন্ডিকেটরা কৌশলে দ্রুত অর্থ আদায়ে কাঁচা বাজারকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'অন্যান্য মুসলিম দেশে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমে যায়। কিন্তু আমাদের দেশে এই সময়ে পণ্যের দাম বেড়ে যায়। আওয়ামী লীগ সমর্থিত সিন্ডিকেটরা বাজারকে নিয়ন্ত্রণ করছে এবং কৌশলে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।'
আরও পড়ুন: রমজানের শুরুতেই সবজির বাজারে ঊর্ধ্বগতি, ক্রেতাদের অসন্তোষ
মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রমজানের আগেও পণ্যের দাম বাড়িয়েছে। 'এটি দুঃখজনক। কেননা জনগণ সাধারণত ন্যায্যমূল্যে পণ্য কিনতে টিসিবির ওপরই নির্ভর করে। এখানে আবার একটি সিন্ডিকেটও আছে।'
ফখরুল বলেন, বাজারের ওপর নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে চাল, সয়াবিন তেল, চিনি এবং ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, এই সরকারের ব্যাপক দুর্নীতির পরিণতি হিসেবে কাঁচা বাজার ব্যবস্থাপনা 'সরকারের সুবিধাভোগী', দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটদের কাছে জিম্মি হয়ে পড়েছে।
আরও পড়ুন: রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে
বিএনপি নেতা বলেন, দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা এবং বাজার স্থিতিশীল রাখা সরকারের দায়িত্ব।
তিনি বলেন, জনগণের মানবাধিকার ও স্বার্থ রক্ষায় রাজনৈতিক অচলাবস্থা অপসারণে জনগণনির্ভর সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।
'এই সরকার জনগণের কল্যাণ নিয়ে কমই উদ্বিগ্ন, যেহেতু তাদের কোনো জবাবদিহিতা নেই। এই পরিস্থিতিতে, বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক ও জন-সমর্থক সরকার প্রতিষ্ঠার জন্য প্রত্যেককেই আন্দোলনে অংশ নিতে হবে,' বলেন তিনি।
ফখরুল বলেন, স্রোতের বিপরীতে যাওয়ার পদক্ষেপের অংশ হিসেবে সরকার স্বাধীনতা দিবস উপলক্ষে হেফাজতকে সহিংসতায় জড়াতে প্ররোচিত করেছিল।
বিএনপির অভিযোগ, পুলিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় দেশের বিভিন্নস্থানে তাদের দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে আসছে।
আরও পড়ুন: উপসর্গ ছাড়াই খালেদার করোনা শনাক্ত: বিএনপি
তাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে ফখরুল বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন খালেদা জিয়া ভালো আছেন এবং তার ব্যক্তিগত চিকিত্সকদের কাছ থেকে চিকিত্সা নিচ্ছেন।
এছাড়া, তিনি জনগণকে তাদের দলের নেত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
৩ বছর আগে